মুন্সিগঞ্জের সিরাজদিখানে ট্রলারে ডাকাতদের ছোড়া পেট্রোল বোমায় মো. আলেক (২৪) ও মো. মমিনুর (২৭) নামে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। গতকাল শনিবার ভোর রাতের দিকে এই ঘটনা ঘটে।
আজ রোববার সকালের দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়। পরে চিকিৎসক তাদের ওয়ার্ডে ভর্তি করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি বলেন, ‘মুন্সিগঞ্জের সিরাজদিখান থেকে ডাকাতদের ছোড়া পেট্রোল বোমায় দগ্ধ দুজনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে তাদেরকে ৭০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আলেকের শরীরের ১৮ শতাংশ এবং মমিনুরের শরীরে ২৭ শতাংশ দগ্ধ হয়েছে।’
তাদের দুজনকে হাসপাতালে নিয়ে আসা ট্রলারের মালিক রায়হান বলেন, ‘আমরা ট্রলারে করে মাটি আনা-নেওয়ার কাজ করি। গত রাতে মাটি কেটে ট্রলারে করে ধলেশ্বরী নদী দিয়ে যাওয়ার সময় একদল ডাকাত অতর্কিতে পেট্রোল বোমা হামলা চালিয়ে ট্রলারের ইঞ্জিন রুমে আগুন ধরিয়ে দেয়। এতে আমাদের শ্রমিক খালেক ও মমিনুর দগ্ধ হয়। এ ছাড়া আরও কয়েকজন মারপিটে আঘাত পায়।’