সেকশন

সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২
Independent Television
 

বকেয়া বেতনের দাবিতে আন্দোলনে গিয়ে গার্মেন্টস এক্সিকিউটিভের মৃত্যু 

আপডেট : ২৩ মার্চ ২০২৫, ০৪:৩৩ পিএম

বকেয়া বেতন–বোনাসের দাবিতে আন্দোলন করতে এসে অসুস্থ হয়ে একজন গার্মেন্টস এক্সিকিউটিভ মারা গেছেন। রোববার রাজধানীর শ্রম ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করতে এসে অসুস্থ হয়ে যান রামপ্রসাদ সিং (৪০)। 

পরে দুপুরে তাকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। 

রামপ্রসাদ গাজীপুর চান্দনা এলাকায় স্টাইল ক্রাফট লিমিটেড নামের একটি গার্মেন্টসে চাকরি করতেন। তার বাবার নাম কার্তিক কুমার সিং। তিনি মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ায় থাকতেন।

স্টাইল ক্রাফটের সুইং ম্যানেজার মোস্তফা ভূইয়া বলেন, ‘আমরা ১৪ মাস ধরে বেতন, ভাতা ও বোনাসসহ অন্যান্য আনুষঙ্গিক সুবিধা পাচ্ছি না। বেতন ভাতা আদায়ে আমাদের অনেক সহকর্মী শ্রম ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। এ সময় হঠাৎ রামপ্রসাদ সিং অসুস্থ হয়ে পড়েন। পরে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানায় সে আর বেঁচে নেই।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক বলেন, ‘শ্রম ভবনের সামনে বকেয়া বেতন বোনাসের দাবিতে আন্দোলন চলাকালে অসুস্থ অবস্থায় ওই গার্মেন্টসের এক্সিকিউটিভকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।’

মানহানির অভিযোগ এনে দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক আবদুল হাই শিকদারের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা সম্পাদক মাহবুব মোর্শেদ।
টাঙ্গাইলের ধনবাড়ীতে অভয়ারণ্য পাঠাগারের চার শতাধিক বই ফেরত দেওয়া হ‌য়ে‌ছে। এর আগে পাঠাগার থে‌কে লুট হওয়া বই নি‌য়ে বি‌ভিন্ন গণমাধ‌্যমে সংবাদ প্রচা‌রিত হয়। এর পরই প্রশাসন বই ফের‌তের উদ্যোগ নেয়।
রাজধানীর মিরপুর-১৪ নম্বরে অবস্থিত প্রিন্সবাজার সংলগ্ন সড়কে নবনির্মিত গ্যাস পাইপ লাইনের টাই-ইন কার্যক্রম সম্পন্নের জন্য মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ১টা হতে রাত ৮টা পর্যন্ত শতাব্দি সিএনজি, এমবিএম...
গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ গার্মেন্টস কর্মী সীমা আক্তার (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর শরীরের নব্বই শতাংশ দগ্ধ হয়েছিল।
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.