রাজধানীর সবুজবাগ থানার দক্ষিণগাঁওয়ের গ্রিন মডেল টাউনে রাস্তা থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় মো. রঞ্জু মিয়া নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর। গতকাল রোববার রাতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
সবুজবাগ থানার এস আই সুমন দেবনাথ বলেন, ‘আমরা গতকাল সকালের দিকে খবর পেয়ে দক্ষিণগাঁওয়ে গ্রিন মডেল টাউনের ১১ নম্বর রোডের ই ব্লকের একটি প্লট থেকে গলায় গামছা প্যাঁচানো ও নাকে-মুখে আঘাতের চিহ্ন থাকা অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করি। দুর্বৃত্তরা নাকে-মুখে আঘাত এবং গলায় গামছা পেঁচিয়ে ওই ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে প্রাথমিক ধারণা করছি।’
এ বিষয়ে জানতে চাইলে সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন আলী বলেন, ‘গতকাল আমরা গ্রিন মডেল টাউন হাউজিং থেকে গলায় গামছা প্যাচানো অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠাই। প্রথমে ওই ব্যক্তি অজ্ঞাত থাকলেও পরে প্রযুক্তির সহায়তায় তাঁর নাম জানা যায় রঞ্জু মিয়া। তিনি পেশায় একজন রিকশাচালক। তাঁর বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা এলাকায়। বর্তমানে খিলগাঁও থানার মেরাদিয়া এলাকায় থাকতেন।’
ওসি ইয়াসিন আলী আরও বলেন, ‘কে বা কারা রঞ্জু মিয়াকে হত্যা করেছে সে বিষয়টি প্রাথমিকভাবে জানতে পারিনি। তাকে হত্যা করে রিকশা নিয়ে গেছে কি না সে বিষয়টিও নিশ্চিত হওয়া যায়নি। যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।’