জুলাই আন্দোলনে পুলিশকে গুলির নির্দেশ দেওয়া নরসিংদীর নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার তাদের গ্রেপ্তারের পর আদালতে তোলা হয়।
তাদের বিরুদ্ধে গত ১৮ জুলাই শিক্ষার্থী তাহমিদ ভূইয়াকে গুলি করে হত্যা এবং পরে বিক্ষুব্ধ জনতা লাশ নিয়ে মিছিল করতে গেলে ফের গুলি করে আরেকজনকে হত্যার অভিযোগ রয়েছে।
অভিযোগ রয়েছে, এ সময় পুলিশকে সরাসরি গুলি করার নির্দেশ দিয়েছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আগে জানিয়েছিলেন, গুলির নির্দেশ দেওয়ার সঙ্গে জড়িত কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে চিহ্নিত করা হয়েছে।