পহেলা বৈশাখ উপলক্ষ্যে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে নতুন বছর, নতুন বাংলাদেশ- ড্রোন শো অনুষ্ঠিত হয়েছে।
কনসার্ট ও ড্রোন শো আয়োজন করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। ড্রোন শোতে কারিগরি সহায়তা দেয় চীনা দূতাবাস। চীনের সহায়তায় ২ হাজার ৬০০ ড্রোন উড়িয়ে করা হয় ড্রোন শো। এতে জুলাই অভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধ, শহীদ আবু সাঈদের প্রতিকৃতি ভেসে উঠে।
এছাড়া, ফিলিস্তিনের পতাকা, চায়না বাংলাদেশ বন্ধুত্বের নিদর্শনসহ নানা জমকালো ছিল আয়োজন।
বেলা সাড়ে ৩টার দিকে শুরু হয় কনসার্ট। বান্দরবানের বেসিক গিটার লার্নিং স্কুলের খুদে শিল্পীদের পরিবেশনায় এ আয়োজন শুরু হয়।
বিকেল ৪টার দিকে মঞ্চে উঠেন মিঠুন চক্র ও জালাল আহমেদ।
এছাড়া গান পরিবেশন করে এফ মাইনর, অ্যাশেজ, আতিয়া আনিসা, ইসলাম উদ্দিন পালাকার, আরজ আলী ওস্তাদ, সাগর দেওয়ান, পারসা ও জাহিদ নিরব।