রাজধানীর উত্তরায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামীর একটি বাসের চাপায় লিপি বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উত্তরা পূর্ব থানা এলাকার আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত লিপি বেগম বরিশালের ঝালকাঠির সত্তার হাওলাদারে মেয়ে। স্বামী কামাল হোসেনের সঙ্গে উত্তরা দক্ষিণখানে ভাড়া বাসায় থাকতেন তিনি।
নিহতের ছেলে আল-আমিন বলেন, ‘মঙ্গলবার সকালে আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামীর একটি বাস আমার মাকে চাপা দেয়। পথচারীরা মাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান, আমার মা আর বেঁচে নেই।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে লিপি বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।