সেকশন

শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২
Independent Television
 

গাজীপুরে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ 

আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ০১:৩৮ পিএম

গাজীপুরের গাছা থানার হারিকেন এলাকার একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়েছে একই পরিবারের ৩ জন। আজ মঙ্গলবার সকালের দিকে এই দুর্ঘটনা ঘটে। দুপুরের দিকে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়েছে।

দগ্ধরা হলেন– পোশাক শ্রমিক হারিস মিয়া (৫০), তাঁর স্ত্রী পোশাক শ্রমিক আয়েশা আক্তার (৪০) ও তাদের ছেলে মইনুল ইসলাম (১২)। তাদের গ্রামের বাড়ি সিলেটের সুনামগঞ্জে। বর্তমানে হারিস মিয়ার পরিবার গাজীপুর এলাকায় ভাড়া থাকেন বলে জানিয়েছেন স্বজনেরা।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা স্বজন লিপি আক্তার বলেন, ‘আজ সকালে রান্না ঘরে গিয়ে গ্যাসের চুলা জ্বালানো মাত্রই বিস্ফোরণ হয়। পরে জানতে পারি লাইনের লিকেজ থেকে ওই ঘরে আগেই গ্যাস জমে ছিল। কিন্তু বিষয়টি কেউ টের পায়নি। ঘরের তিনজন দগ্ধ হয়েছে।’ 

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, আজ বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর থেকে একই পরিবারের তিন জনকে দগ্ধ অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে হারিস মিয়ার শরীরে ৮৮ শতাংশ দগ্ধ, আয়েশা আক্তারের শরীরে ৯০ শতাংশ ও মইনুল ইসলামের শরীরে ৮৫ শতাংশ দগ্ধ হয়েছে।

ডা. শাওন বিন রহমান আরও জানান, দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তিন জনের অবস্থাই আশঙ্কাজনক। জরুরি বিভাগের পর্যবেক্ষণ শেষে তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রের বিভিন্ন ওয়ার্ডে স্থানান্তর করা হবে।

জানা গেছে, গত ১ এপ্রিল রাত পৌনে ২টার দিকে পূর্বশত্রুতার জেরে জোয়ার সাহারা খাঁ পাড়া এলাকার মো. রাশেদুজ্জামান রাজুর বাসার সামনে এসে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে আলিনুর পাভেলসহ অজ্ঞাত ১০ থেকে ১২ জন।...
রাজধানীর মগবাজারে একটি বাসা থেকে মৌমিতা পাল (২৩) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
ফরিদপুরে অভিযান চালিয়ে মো. আমিনুল ইসলাম আপন (৩৭) নামের এক ভুয়া মেজরকে আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ৯ পদাতিক ডিভিশনের ৯৯ কম্পোজিট ব্রিগেডের ১৫ আরই...
সাভারে যাত্রীবাহী চলন্ত বাসে ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। পুলিশ দাবি করছে, আটক তিনজন ছিনতাইকারী চক্রের সদস্য। এসময় তাঁদের কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।
প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি সাপ্লাই চেইন ফাইন্যান্স অ্যানালিস্ট পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারেন।
খাগড়াছড়ির দীঘিনালায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে মো. নুরুল হক নামে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত আড়াই টার দিকে উপজেলার মেরুং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ছোট মেরুং...
বাছাইপর্বে নিজেদের প্রথম তিন ম্যাচ জেতা বাংলাদেশ সর্বশেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বসেছে। এতে ৪ ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় অবস্থানে আছেন জ্যোতিরা। বাংলাদেশ নিজেদের শেষ...
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া উত্তর বাজারে অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে তাঁদের কোটি টাকার ক্ষতি হয়েছে।
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.