জুলাই আগস্টের আন্দোলনে আশুলিয়ায় ছয়জনের মরদেহ পোড়ানোর মামলায় ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী ও ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)।
আজ মঙ্গলবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। আইসিটির প্রসিকিউটর মিজানুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ওই ছয় মরদেহ পোড়ানোর মামলায় এর আগে পুলিশের আরও দুই সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল।
এছাড়া গোলাম মর্তুজা নামের এক ব্যক্তিকে ৪৭ দিন গুম রাখার অভিযোগের মামলায় র্যাবের মিডিয়া উইংয়ের সাবেক মুখপাত্র মোহাম্মদ সোয়াইলকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে চট্টগ্রামে জুলাই আন্দোলনে গুলি করে হত্যা মামলায় যুবলীগ নেতা তৌহিদুল ইসলামের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল।
গত বছর ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় ছয়জনের মরদেহ পোড়ানোর ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়, ওইদিন ছয় তরুণকে গুলি করে হত্যা করে পুলিশ, এরপর তাদের মরদেহ একটি পুলিশ ভ্যানে রেখে আগুন ধরিয়ে দেওয়া হয়। ভয়াবহ এ ঘটনার সময় একজন তরুণ তখনো জীবিত ছিলেন। তাঁকেও পেট্রোল ঢেলে জীবন্ত অবস্থায় পুড়িয়ে মারা হয়।