ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণাধীন একটি পিয়ার ক্যাপের শাটার ভেঙে পড়েছে লরির ওপরে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মঙ্গলবার রাত ৮টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বলিভদ্র বাজার এলাকায় এ দুর্ঘটনা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের আগেই ওই পিয়ার ক্যাপ ও পিলারের ঢালাই হয়েছে। মঙ্গলবার পিয়ার ক্যাপের শাটার খোলার জন্য শ্রমিকরা কাজ শুরু করে। রাত ৮টার দিকে একটি লরি এসে ওই পিয়ার ক্যাপের শাটারে ধাক্কা দেয়। এতে ওই সাটার ভেঙে লরির ওপরে পড়ে।
সাভার হাইওয়ে থানার সার্জেন্ট শরিফুল ইসলাম জানান, এই ঘটনায় নবীনগর-চন্দ্রা মহাসড়ক দিয়ে ঢাকাগামী লেনে কিছু সময়ের জন্য যানচলাচল ব্যাহত হয়। ভেঙে পড়া শাটার সড়িয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে।