বৈষম্যবিরোধী আন্দোলনে যাত্রাবাড়ীর শাওন হত্যা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে তিন দিন ও যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
আজ বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তাঁদের হাজির করা হয়। শুনানি শেষে বিচারক রিমান্ডের আদেশ দেন। এ সময় রাষ্ট্রপক্ষে ছিলেন আইনজীবী ওমর ফারুক ফারুকী ও আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি।
এদিন ভাটারা থানার রোহান হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) আব্দুল্লাহ আল জ্যাকবকে ৩ দিন ও রমনা থানার লিজা আক্তার হত্যা মামলায় সাবেক এমপি নবী নেওয়াজকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে বিভিন্ন থানার মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক, জুনাইদ আহমেদ পলক, শাহজাহান খান, ব্যবসায়ী নজরুল ইসলাম মজুমদার, সাবেক এমপি কামরুল ইসলাম, সালমান এফ রহমান, হাসানুল হক ইনু, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, মোজাম্মেল হক বাবু, সাংবাদিক দম্পতি শাকিল-রুপাকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে।