মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে বাল্কহেডের ধাক্কায় পিকনিকের একটি ট্রলারডুবিতে সুমন সিপাহী নামে এক যুবক এখনও নিখোঁজ রয়েছেন। তাঁকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শুক্রবার রাতে ট্রলারডুবির ঘটনা ঘটে। ট্রলারে থাকা ১৫ জনের মধ্যে ১৪ জনকে স্থানীয়রা তখনই উদ্ধার করে। নিখোঁজ থাকে একই এলাকার কালু সিপাহীর ছেলে সুমন সিপাহী।
ফায়ার সার্ভিসের ডুবুরি দল সুমন সিপাহীকে উদ্ধার করতে আজ শনিবার সকালেও আড়িয়াল খাঁ নদের বিভিন্ন পয়েন্টে অভিযান চালায়।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার বিকেলে ওই এলাকার যুবকদের পক্ষ থেকে একটি পিকনিকের আয়োজন করা হয়। ১৫ জনের একটি দল ট্রলার ভাড়া করে নিয়ে আড়িয়াল খাঁ নদের বিভিন্ন এলাকায় ঘুরে আনন্দ উপভোগ করেন। রাতে ফেরার পথে পাঁচখোলা ইউনিয়নের ‘বাহেরচর কাতলা’ এলাকায় বিপরীত দিক থেকে বালুবাহী একটি বাল্কহেডের ধাক্কায় পিকনিকের ট্রলারটি ডুবে যায়। চিৎকার চেঁচামেচিতে স্থানীয়রা ছুটে এসে অন্য ট্রলারের সহযোগিতায় ১৪ জনকে উদ্ধার করলেও নিখোঁজ থাকে সুমন সিপাহী।
মাদারীপুর ফায়ার সার্ভিসের লিডার জাহেদুল ইসলাম ভুঁইয়া জানান, ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ যুবককে উদ্ধারে কার্যক্রম চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবরি দল। সুমনকে না পাওয়া পর্যন্ত এই উদ্ধার অভিযান চালানো হবে।