রাজধানীর আশকোনা এলাকায় ট্রেনের ধাক্কায় কেএম মুনসুর আলী নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। মুনসুর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের দক্ষিণখান থানায় উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।
গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে ফরিদ মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে নিলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। পরে আজ রোববার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
পল্লবী হাজি মার্কেট এলাকায় পরিবার নিয়ে থাকতেন তিনি। তাঁর দুই সন্তান রয়েছে। তাঁর গ্রামের বাড়ি পাবনা। তাঁর স্ত্রী শিল্পি খাতুনও এসআই পদে গুলশান থানায় কর্মরত।
দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইফুর রহমান মির্জা জানান, হজক্যাম্পে ডিউটি শেষে গতকাল রাত ৮টার দিকে মোটরসাইকেলে থানায় ফেরার সময় উত্তরা ৪ নম্বর সেক্টরের ১০ নম্বর রেলগেট এলাকায় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে একটি ট্রেনের ধাক্কায় তিনি আহত হন। খবর পেয়ে দ্রুত তাঁকে কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে নিলে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, নিহত কেএম মুনসুর আলী পুলিশের ৩৪তম এসআই ব্যাচে নিয়োগ পেয়েছিলেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।