ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার দ্রুত বিচারে প্রয়োজনীয় সবকিছু করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমেদ খাঁন। তিনি জানান, এরইমধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে নিয়মিত অভিযান পরিচালনায় গণপূর্ত মন্ত্রণালয় কমিটি করেছে।
সাম্য হত্যার বিচারের দাবিতে আজ রোববার বেলা ১১টায় ক্যাম্পাসের রাজু ভাস্কর্যের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচিতে এসব কথা বলেন ভিসি।
ঢাবি উপাচার্য বলেন, ‘প্রশাসনের পক্ষ থেকে সংহতি জানাতে এসেছি। শনিবার (১৭ মে) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের সঙ্গে মিটিং হয়েছে। সেখানে কাজের অগ্রগতি জানানো হয়েছে। আজ বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করার কথা রয়েছে।’
কর্মসূচি শেষে দুপুর সাড়ে ১২টার দিকে শাহবাগ থানার সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নানা স্লোগান দেন তারা।
এদিকে, ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি চললেও ক্লাস-পরীক্ষা স্বাভাবিক রয়েছে।
গত মঙ্গলবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানের পাশের সড়কে ছুরিকাঘাকে নিহত হন শিক্ষা ও গবেষণা বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য।