সেকশন

বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২
Independent Television
 

ভাড়াটিয়া সেজে ঘরে ঢুকে বাড়িওয়ালিকে অচেতন করে ডাকাতি

আপডেট : ১৮ মে ২০২৫, ০৬:৫৮ পিএম

বাসা ভাড়া নিতে এসেছিলেন দুজন। ঘরে ছিলেন ষাটোর্ধ্ব বাড়িওয়ালি ও চল্লিশোর্ধ্ব গৃহকর্মী। পরে বাড়িটিতে রঙের কাজ করতে থাকা রংমিস্ত্রিরা এসে দেখেন দরজা খোলা, পড়ে আছেন বাড়িওয়ালি ও গৃহকর্মী। রাজধানীর ডেমরার সারুলিয়া এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়েছেন বাড়িওয়ালি ও গৃহকর্মী।

আজ রোববার বিকেল ৫টার দিকে অচেতন অবস্থায় ওই বাড়ির গৃহকর্ত্রী লুৎফা বেগম (৬৫) ও গৃহকর্মী স্বরূপা বেগমকে (৪০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের নিয়ে আসা হয়। পরে দায়িত্বরত চিকিৎসক মেডিসিন বিভাগের ওয়ার্ডে তাদের ভর্তি করেন।

লুৎফা বেগমের ছেলে রাশেদুল ইসলাম বলেন, ‘আমি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করি। দুপুরে আমি অফিসে ছিলাম। আমাদের বাড়িতে রংমিস্ত্রিরা কাজ করছিল। কাজ শেষ হলে তারা আমার মাকে ফোন দিলে মা ফোন ধরেন না। পরে তারা বাসায় এসে দেখে দরজা খোলা এবং আমার মা ও গৃহকর্মী অচেতন অবস্থায় পড়ে আছেন। এরপর বিষয়টি আমাকে তারা ফোনে জানায়। সাথে সাথে আমি অফিস থেকে বাসায় চলে আসি। এসে দেখি আমার মা ও গৃহকর্মী অচেতন অবস্থায় পড়ে আছেন। আমি তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে ওয়ার্ডে ভর্তি দেন চিকিৎসক।’

রাশেদুল ইসলাম আরও বলেন, ‘রংমিস্ত্রিরা জানায়, আজ আমাদের ৩য় তলায় বাসা ভাড়া নিতে আসে দুই নারী। আমার মা মিস্ত্রিদের কাজ করতে বলে বাসায় আসে। পরে আমার মা ও আমাদের বাসার গৃহকর্মীকে অচেতন করে বাসায় থাকা নগদ ৩০ হাজার টাকা, আমার মায়ের গলায় থাকা ৮ আনা ওজনের স্বর্ণের চেইন, হাতে থাকা আড়াই ভরি ওজনের বালা এবং ৬ আনা ওজনের কানের দুল নিয়ে যায় প্রতারক চক্ররা। বাসায় শুধু আমার মা ও গৃহকর্মী ছিলেন। বাসায় এসে মায়ের পাশে জুসের বোতল পড়ে থাকতে দেখি। জুস খাইয়েই তাদের অচেতন করেছে প্রতারক চক্র। মা আর গৃহকর্মীর জ্ঞান ফিরলে ঘটনার বিস্তারিত জানা যাবে।’ 

এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ডেমরা এলাকা থেকে অচেতন অবস্থায় দুই নারীকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। পরে তাদেরকে মেডিসিন বিভাগের ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বাসা ভাড়া নেওয়ার কথা বলে প্রতারক চক্র বাসায় ঢুকে অচেতন করে তাদের টাকা ও স্বর্ণ নিয়ে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়েছে।

নরসিংদীর পলাশে সন্ত্রাস, চাঁদাবাজির প্রতিবাদ করাসহ জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে মেয়র প্রত্যাশী বিএনপি নেতা ফজলুল কবির জুয়েলের ওপর হামলা করে তাঁকে হত্যা চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন পরিবারের...
সাভারের আশুলিয়ায় বাসাবাড়িতে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে অন্তত পাঁচজন দগ্ধ হয়েছে। তাদের মধ্যে চারজনকে রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বিস্ফোরণে ভবনের দেয়াল ধসে পড়ে।
নারায়ণগঞ্জের গাউছিয়ার ভুলতা ফ্লাইওভারে ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আঘাতে এক যুবক আহত হয়েছেন। এ সময় তাঁর মোটরসাইকেলটি ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ।
যশোরে পাওনা টাকা চাওয়ায় মনিরুল ইসলাম নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ বুধবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ...
বঙ্গোপসাগরে মৌসুমী বায়ুর প্রভাবে সৃষ্ট অস্বাভাবিক জোয়ারের ফলে কুয়াকাটা সংলগ্ন উপকূলীয় এলাকায় সমুদ্র বেশ উত্তাল হয়ে উঠেছে। গত সোমবার সন্ধ্যায় প্রচণ্ড ঢেউয়ের তোড়ে একটি মাছ ধরার ট্রলার ডুবে...
লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জের দিঘলীর রমাপুর এলাকায় ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় নুরুল হক নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকালে রমাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.