ভুয়া বোর্ডিং পাস, টিকিট ও পাসপোর্টসহ ফ্লাইটে ওঠার চেষ্টা করার অভিযোগে একজনকে আটক করেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দরের নির্বাহী পরিচালক এসএম রাগিব সামাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, সোমবার বিকেলে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে আমান নামের ওই ব্যক্তিকে জালিয়াতি করে তৈরি করা বোর্ডিং পাস, টিকিট ও পাসপোর্টসহ আটক করা হয়।
আটক ব্যক্তি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কক্সবাজারগামী ফ্লাইটে ওঠার চেষ্টা করছিলেন বলে জানা গেছে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক এসএম রাগিব সামাদ জানান, পরে তাকে বিমানবন্দরের ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করা হয়।