সেকশন

বুধবার, ২৫ জুন ২০২৫, ১১ আষাঢ় ১৪৩২
Independent Television
 

সোহরাওয়ার্দী উদ্যানে আকস্মিক সফরে ঢাবি উপাচার্য 

আপডেট : ১৯ মে ২০২৫, ১০:১১ পিএম

সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনার অগ্রগতি দেখতে আকস্মিকভাবে সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

আজ সোমবার সন্ধ্যায় আকস্মিকভাবে তিনি সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন করেন বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপ পরিচালক ফররুখ মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসময় তাঁর সঙ্গে প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, সহকারী প্রক্টরবৃন্দ, প্রক্টরিয়াল টিম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে কিছু তরুণ-তরুণীকে উদ্যানে দেখা যায়। এসময় তাদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং অভিভাবকদের সঙ্গে কথা বলে ছেড়ে দেওয়া হয়।

পরিদর্শন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, ‘আমরা আজ উদ্যান পরিস্থিতির বেশ কিছু উন্নতি লক্ষ্য করলাম। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য এপর্যন্ত ২০টি সিসি ক্যামেরা ও পর্যাপ্ত আলোর জন্য কিছু বাতি লাগানো হয়েছে। একইসঙ্গে আমরা এখানে পুলিশের টহল দলকেও দেখতে পেয়েছি। উদ্যানের নিরাপত্তা ব্যবস্থা জোরদারে তড়িৎ পদক্ষেপ নেওয়ার জন্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিশেষ করে শাহবাগ থানাকে ধন্যবাদ জানাচ্ছি।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরাও সোহরাওয়ার্দী উদ্যান ও সন্নিহিত এলাকায় পরিদর্শন ও তদারকি কার্যক্রম জোরদার করেছি। এই নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা শুধু একক প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়। আমরা আজ উদ্যানে অল্প বয়সী কিছু তরুণ-তরুণীকে পেয়েছি। তাদের অভিভাবকদের সচেতন হওয়ার জন্য বলেছি। সামাজিক সচেতনতা ও সকলের সার্বিক সহযোগিতা ছাড়া নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা খুব কঠিন। আমরা সবার সহযোগিতা চাই।’

রাজধানীর ওয়ারীর জয় কালী মন্দির এলাকার একটি আবাসিক হোটেল থেকে সেলিম জাহান (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে ‘ওসমানী ইন্টারন্যাশনাল’ নামের ওই...
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ষড়যন্ত্রকারীদের চিহ্নিতের দাবি জানিয়েছেন গণতান্ত্রিক ছাত্র আন্দোলন। ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করছে সংগঠনটি। 
সংকট কাটছে না ঢাকা মেডিকেল কলেজের। এবার ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে অধ্যক্ষের সাথে আলোচনার পর শিক্ষার্থীদের প্রতিনিধি দল জানায়, আবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত...
ফরিদপুরে পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুর গণি খাঁ (৫০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। 
আগামী ২ জুলাই শুরু হচ্ছে ২০২৫ নারী ইউরো। ১৬ দলের এই টুর্নামেন্টের আয়োজক সুইজারল্যান্ড।  দেশের মাটিতে হতে যাওয়া টুর্নামেন্টের জন্য প্রস্তুত হচ্ছেন আলিসা লেমান ও তাঁর দল। কিন্তু সে প্রস্তুতি...
প্রায় দুই বছর ধরে সার্টিফিকেশন (সেন্সর) বোর্ডে আটকে ছিল কামার আহমাদ সাইমনের ছবি ‘অন্যদিন…’। বেশ কিছু আন্তর্জাতিক উৎসবে প্রশংসা ও পুরস্কার—সব পেলেও বিগত সময়ে দেশে মুক্তির অনুমতিই দেওয়া হয়নি...
ইরানের বিচার এক বিবৃতিতে বলেছে, আজাদ শোজাই ও রাসুল আহমদ রাসুল নামের তিন ব্যক্তি হত্যাকাণ্ড চালানোর উদ্দেশ্যে দেশটির ভেতরে সরঞ্জাম ঢোকানোর চেষ্টা চালিয়েছিলেন। জায়নবাদী শাসককে (ইসরায়েল) সহযোগিতা করার...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.