রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে বিদ্যুৎ সংযোগের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে মোজাম্মেল হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নিমতলি এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
মৃত মোজাম্মেল হোসেন ময়মনসিংহ সদর উপজেলার আব্দুর কাদের খানের ছেলে। তিনি ওরিয়ন গ্রুপের ইলেক্ট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
মোজাম্মেল হোসেনকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী আতিকুজ্জামান জানান, সকালে নিমতলি এলাকায় হানিফ ফ্লাইওভারের নিচে পিলারের সঙ্গে মই বেয়ে ওপরে উঠে বিদ্যুৎ সংযোগের কাজ করছিলেন মোজাম্মেল। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে মই থেকে পড়ে যান তিনি। পরে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান মোজাম্মেল আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মোজাম্মেল হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।