সেকশন

বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২
Independent Television
 

হাক্কানী পাবলিশার্সের মালিকের বাসায় ঢোকার চেষ্টা 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুরের আহ্বায়ককে অব্যাহতি, মুচলেকায় মুক্তি তিনজনের

আপডেট : ২০ মে ২০২৫, ০৬:০০ পিএম

হাক্কানী পাবলিশার্সের মালিকের বাসায় ঢোকার চেষ্টা ও পুলিশের সঙ্গে বাকবিতণ্ডার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানা শাখার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বিকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য (দপ্তর সেল) মারজিউর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক জরুরি নোটিশে অব্যাহতি দেওয়া হয় তাকে। 

জরুরি নোটিশে বলা হয়েছে, ‘নৈতিক স্খলনজনিত কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বীকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করা হলো।’

এদিকে, মুচলেকা নিয়ে জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের জিম্মায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বীসহ আটককৃত ৩ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। তাদের ধানমন্ডি মডেল থানায় আটক রাখা হয়েছিল।

প্রায় ১৩ ঘণ্টা আটক থাকার পর মঙ্গলবার বিকেল ৩টার দিকে আব্দুল হান্নান মাসউদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয় বলে ধানমন্ডি মডেল থানার ডিউটি অফিসার নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে মন্তব্য জানতে চেয়ে ধানমন্ডি মডেল থানার ওসিকে কল করলে তিনি রিসিভ করেননি।

ছাড়া পাওয়া তিনজন হলো– পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানার আহ্বায়ক (সদ্য অব্যাহতিপ্রাপ্ত) সাইফুল ইসলাম রাব্বী (২৬), সংগঠনটির ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের শিক্ষার্থী ফারহান সরকার দীনা (২৬) ও মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের শিক্ষার্থী মোহাম্মাদউল্লাহ জিসান (২৪)। 

প্রসঙ্গত, সোমবার দিনগত মধ্যরাতে ধানমন্ডির ৪ নম্বর সড়কে প্রকাশনা সংস্থা হাক্কানী পাবলিশার্সের মালিক গোলাম মোস্তফার বাড়িতে ঢোকার চেষ্টার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই তিন নেতাকে আটক করে পুলিশ। ওই তরুণরা গোলাম মোস্তফাকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে গ্রেপ্তারের দাবিতে বাসার সামনে অবস্থান নেয়।

গোলাম মোস্তফা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চাইলে, পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সেখান থেকে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।

জানা গেছে, হাক্কানী পাবলিশার্স থেকে ‘বঙ্গবন্ধুর সিক্রেট ডকুমেন্টস’ (সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্য ন্যাশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) শীর্ষক ১৪ খণ্ডের একটি সংকলন প্রকাশিত হয়েছে। এই সংকলনে ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার তৈরি করা গোপন নথিপত্র সংকলিত রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সংকলনের সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন। বইটির প্রথম খণ্ডের মোড়ক উন্মোচনও তিনিই করেন।

এছাড়া স্বাধীনতা যুদ্ধের দলিলপত্রও ১৫ খণ্ডে প্রকাশ করেছে হাক্কানী পাবলিশার্স।

লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জের দিঘলীর রমাপুর এলাকায় ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় নুরুল হক নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকালে রমাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।...
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সজল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সেলিনা হায়াৎ আইভীকে দুই দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার সকালে...
সাড়ে ১২ বছর আগে শেরপুরে ডিবি হেফাজতে জেলা কৃষক দলের সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিকী ওরফে বাচ্চু মেকারের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শেরপুরের তৎকালীন হুইপ ও মহিলা এমপি, পুলিশ সুপার, অতিরিক্ত...
সাভারের আশুলিয়ায় বাসাবাড়িতে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে অন্তত পাঁচজন দগ্ধ হয়েছে। তাদের মধ্যে চারজনকে রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বিস্ফোরণে ভবনের দেয়াল ধসে পড়ে।
ইরানের বিরুদ্ধে নেতানিয়াহুর যুদ্ধকে সমর্থন করা হবে একটি ভয়াবহ ভুল। যুদ্ধে না গিয়ে, ট্রাম্পের উচিত আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করে নেতানিয়াহুকে সংযত করা এবং জরুরিভাবে একটি কূটনৈতিক সমাধানের...
গত মৌসুমটা কোচ জর্জ জেসুদের অধীনে খুব একটা ভালো কাটাতে পারেনি হিলাল। প্রো লিগে দ্বিতীয় হয়ে মৌসুম শেষ করেছে দলটি। এছাড়া এএফসি চ্যাম্পিয়নস লিগে স্বদেশী আল আহলির কাছে হেরে বাদ পড়েছে টুর্নামেন্টের...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.