রাজধানীর বাড্ডা থানার দক্ষিণ আনন্দ নগরের আনসার ক্যাম্পের পাশে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় তোফাজ্জল হোসেন (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু হলো।
আজ বুধবার সকালের দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তোফাজ্জল। এর আগে গত রোববার তাঁর শিশু সন্তান তানজিলা ও স্ত্রী মঞ্জুরা বেগম মারা যান।
তোফাজ্জলের বাড়ি ঠাকুরগাঁও সদরের চিলা রং গ্রামে। বর্তমানে বাড্ডার দক্ষিণ আনন্দনগর আনসার ক্যাম্প বাজারের পাশে একটি ভবনের নিচতলায় পরিবার নিয়ে থাকতেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি বলেন, ‘গত শুক্রবার রাত সাড়ে বারোটার দিকে দগ্ধ অবস্থায় একই পরিবারের পাঁচ জনকে আমাদের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। আজ সকালের দিকে তোফাজ্জল হোসেন ৮০ শতাংশ দগ্ধ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে রোববার বিকেলের দিকে ৬৬ শতাংশ দগ্ধ নিয়ে তাঁর শিশু কন্যা তানজিলা এবং রাতের দিকে স্ত্রী মঞ্জুরা বেগম শরীরে ৬৭ শতাংশ দগ্ধ নিয়ে মারা যান।’
ডা. শাওন আরও জানান, বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে ওই পরিবারের দুই মেয়ে মেয়ে মিথিলা (৬০ শতাংশ) ও তানিশা (৩০ শতাংশ) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এর জরুরি বিভাগে নিয়ে আসা হয়।