গোপালগঞ্জে রাস্তা পারাপারের সময় ট্রলির ধাক্কায় সাজেদা বেগম (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে সকাল ৯টার দিকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মূল গেটের সামেনে একটি ট্রলির ধাক্কায় তিনি গুরুতর আহত হন। নিহত সাজেদা বেগম নড়াইল জেলার নড়াগাতি উপজেলার ডুমুরিয়া গ্রামের মো. আনিস মিয়ার স্ত্রী। তিনি শহরের শান্তিবাগ এলাকায় ভাড়া থেকে বিভিন্ন বাসায় ঝিয়ের কাজ করতেন।
বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান বলেন, রাস্তা পারাপারের সময় ট্রলির ধাক্কায় পড়ে গিয়ে তিনি মাথায় আঘাত পান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরে তিনি মারা যান। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।