জুলাইয়ের সকল শক্তিকে বিনষ্ট করতে যে সকল ভারতীয় এজেন্ট কাজ করছে তাদের অবিলম্বে খুজে বের করে শাস্তির আওতায় নিয়ে আসাসহ ৩ দফা দাবি করেছে জুলাই ঐক্য। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার পরে রাজধানীর শাহবাগে মশাল মিছিল করে এ দাবি জানায় জুলাই ঐক্য।
মশাল মিছিলটি শাহবাগ মোড় থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়। এ সময় সংগঠনটি থেকে ৩ দফা দাবি তুলে ধরা হয়।
উপদেষ্টা পরিষদে যারা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় দ্রুত তাদের অপসারন করে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করার দাবিও জানান তারা। জুলাই স্পিরিট ধরে রেখে নতুন বাংলাদেশ গড়তে সকল ভেদাভেদ ভুলে সকল রাজনৈতিক ও সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানানো হয় জুলাই ঐক্যের পক্ষ থেকে।