সেকশন

রোববার, ১৫ জুন ২০২৫, ১ আষাঢ় ১৪৩২
Independent Television
 

সৌদির ফ্ল্যাট থেকে ২ ভাইয়ের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের 

আপডেট : ২৩ মে ২০২৫, ০৬:১৭ পিএম

সৌদি আরবের দাম্মাম শহরের একটি ফ্ল্যাট থেকে বাংলাদেশি দুই ভাইয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার তাঁদের লাশ পাওয়া যায়। একসঙ্গে দুই ভাইয়ের আকস্মিক মৃত্যুর ঘটনায় নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তাঁরা দোষীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।

নিহতরা হলেন গাজীপুরের উত্তর ভুরুলিয়ার আদর্শ পাড়ার বাসিন্দা ব্যবসায়ী মো. মোশারফ হোসেন লম্বরির দুই ছেলে—কামরুজ্জামান কাকন (২৬) ও কামরুল ইসলাম সাগর (২২)।  

পরিবারের অভিযোগ, কাকন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করে চাকরি খুঁজছিলেন। এরমধ্যে ঢাকার নয়াপল্টনে সামিয়া ইন্টারন্যাশনালের পরিচালক বাহার উদ্দিন ২১ লাখ টাকার চুক্তিতে জব ভিসায় কাকনকে কানাডায় পাঠানোর প্রস্তাব দেন। মোশারফ হোসেন সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে অগ্রিম ৩ লাখ টাকা দেন। তবে দীর্ঘদিন চেষ্টা করেও কাকনকে কানাডা পাঠানো সম্ভব হয়নি।

পরবর্তীতে বাহার উদ্দিন মোশারফের ছোট ছেলে সাগরকে ভালো বেতনে সৌদি আরবে পাঠানোর প্রস্তাব দেন এবং ৪ লাখ ৩০ হাজার টাকা নেন। রাজি হয়ে ২০২৪ সালের অক্টোবর মাসে সাগর সৌদি আরবে যান।  

মোশারফ হোসেন দাবি করেন, বাহার উদ্দিন কোনো প্রতিশ্রুতি পালন করেননি। সাগরকে ভালো চাকরি না দিয়ে খাবার ডেলিভারির কাজ করানো হয়। এর পর মোশারফ হোসেন বড় ছেলেকে কানাডায় পাঠানোর জন্য দেওয়া ৩ লাখ টাকা ফেরত চাইলে বাহার উদ্দিন জানান, তিনি কাকন ও সাগরকে সৌদি আরবের মদিনা ইউনিভার্সিটিতে উচ্চ বেতনের চাকরির ব্যবস্থা করে দেবেন। ২০২৪ সালের ৪ ডিসেম্বর কাকনকে নিয়ে বাহার সৌদি আরবে যান। পরে বাহার দুই ভাইকে কাজ না দিয়ে একটি ফ্ল্যাটে আটকে রাখেন।

এরপর মোশারফ হোসেন ডিসেম্বরেই ওমরাহ ভিসায় সৌদি আরব যান এবং বাহারের সঙ্গে দেখা করেন। তখন কাকন ও সাগর অভিযোগ করেন, তাদের খাবার ডেলিভারির কাজ দেওয়া হয়েছে, ঠিকমতো খাবার ও থাকার ব্যবস্থা নেই। ওমরাহ শেষে দেশে ফিরে আসেন মোশারফ হোসেন। ফেরার সময় বাহার তাঁকে একটি পলিথিন মোড়ানো ব্যাগ ঢাকার ঠিকানায় পৌঁছে দিতে বলেন। সৌদি বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ ওই ব্যাগ তল্লাশি করে একটি পুঁটলি জব্দ করে। মোশারফ দেশে ফেরার পর বাহার ওই পুঁটলিটি ফেরত চান। মোশারফ দাবি করেন, পুঁটলিতে ১৩ লাখ টাকার সোনা ছিল। সোনা ফিরিয়ে দিতে না পারায় বাহার তাঁকে হুমকি দেন। এরপর মোশারফ হোসেন গাজীপুর সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

গত ৯ মে মাইক্রোবাসে অস্ত্রধারী একদল দুর্বৃত্ত মোশারফের বাড়িতে এসে তাকে খুঁজতে থাকে। মোশারফকে না পাওয়ায় তারা তাঁর বৃদ্ধ বাবা আবুল কাশেম লম্বরিকে তুলে নেওয়ার চেষ্টা করে এবং কাকন ও সাগরকে হত্যা করার হুমকি দেয়। পরে জাতীয় জরুরি সেবা নম্বর  ৯৯৯-এ কল পেয়ে সদর থানা পুলিশ এসে আবুল কাশেমকে উদ্ধার করে।

সৌদি দূতাবাসের মাধ্যমে জানা যায়, বুধবার সকাল ৭টার দিকে দাম্মামের একটি ফ্ল্যাটে ঢুকে দুই ভাইয়ের মরদেহ পাওয়া যায়।  সিসিটিভি ফুটেজ দেখে মঞ্জু নামে বাংলাদেশি এক যুবককে সনাক্ত করেছে পুলিশ।

মোশারফ হোসেন বলেন, ‘দুই ছেলে ছাড়া আমার আর কোনো সন্তান নেই। তাদের ভবিষ্যৎ ভাবেই আমি কানাডায় পাঠানোর স্বপ্ন দেখেছিলাম। কিন্তু সেটা আর সম্ভব হলো না। গত বুধবার রাত ১২টার পর এক বাংলাদেশি ফোন করে দুই ছেলের হত্যাকাণ্ডের খবর দেয়।”

মোশারফ হোসেন অভিযোগ করেন, বাহার উদ্দিনই তাঁর দুই সন্তানকে হত্যা করিয়েছেন। তিনি দ্রুত সন্তানদের লাশ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সহযোগিতা চান।

এদিকে, দুই সন্তান হারিয়ে পাগলপ্রায় মা ও স্বজনরা বলছেন, পরিকল্পিতভাবে দুই ভাইকে হত্যা করা হয়েছে। তারা এ ঘটনার যথাযথ বিচার দাবি করেছেন।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান বলেন, ‘সৌদিতে দুই ভাইয়ের মরদেহ উদ্ধারের খবর শুনেছি। এ নিয়ে এখনও কেউ লিখিত অভিযোগ করেননি।’ 

যশোরের অভয়নগরে হাসান শেখ (৩০) নামে এক প্রবাসীকে গলা কেটে করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিন যুবককে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গোপালগঞ্জের গোপীনাথপুরে ছয় যানবাহনের সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে এ ঘটনা ঘটে।
অতিরিক্ত যানবাহনের চাপ, একাধিক সড়ক দুর্ঘটনা, গাড়ি বিকলসহ নানা কারণে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়‌কে ১৩ কিলোমিটার এলাকায় ধীরগতিতে চলছে যানবাহন। গতকাল শনিবার মধ্যরাত থেকে যমুনা সেতুর টোলপ্লাজা থেকে...
রাজধানীর হাজারীবাগের ঝাউচর আমলা টাওয়ারের গলিতে বাবার ছুরিকাঘাতে বাহারুল ইসলাম রাসেল (২২) নামের এক যুবক নিহতের অভিযোগ উঠেছে। স্বজনেরা জানিয়েছেন, বিদেশ যাওয়াকে কেন্দ্র করে বাবা জুয়েল রানার...
বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করতে যাচ্ছে নেপাল। আজ রোববার মধ্যরাত থেকে এ বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই। পিটিআইয়ের...
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে শপথ পড়ানোর দাবিতে ফের নগর ভবনে অবস্থান নিয়েছেন তাঁর সমর্থকেরা। নগর ভবনে উপস্থিত রয়েছেন ইশরাক নিজেও। 
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.