কিশোরগঞ্জের ভৈরবে গত মঙ্গলবার রাতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ট্রাকচালক নিহত হন। এর প্রতিবাদে শুক্রবার সভা চলাকালে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক নারী। শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ড এলাকায় নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত সভায় উপস্থিত হয়ে ছিনতাইয়ের অভিযোগ করেন এই নারী।
ভুক্তভোগী নারী ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুণ্ডা গ্রামের মৃত নিদু মিয়ার স্ত্রী। তিনি কাঁদতে কাঁদতে ভুক্তভোগী জানান, কিছুক্ষণ আগেই ছিনতাইয়ের শিকার হয়েছেন। তাঁর সাথে থাকা টাকা ও মোবাইল ছিনতাই হয়েছে।
এর আগে, গত মঙ্গলবার রাতে ঢাকা থেকে মালামাল নিয়ে সিলেটে যাচ্ছিলেন ট্রাকচালক মো. সজীব (২২)। পথে কিশোরগঞ্জের মেঘনা নদীর ওপর নির্মিত সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর ভৈরব প্রান্ত অতিক্রমের সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে ট্রাক থামান। ট্রাক থেকে নামতেই তাঁকে ঘিরে ধরে কয়েকজন ছিনতাইকারী। সবকিছু ছিনিয়ে নেওয়ার পর পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় সজীবকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সকালে মৃত্যু হয় তার।
নিহত সজীব পটুয়াখালীর বাউফল উপজেলার বট কাজল গ্রামের মো. শাহাবুদ্দিনের ছেলে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বলেন, ‘ট্রাকচালক সজীব হত্যার ঘটনায় চারজনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে একজনকে আটক করা হয়েছে। আজকে ছিনতাইয়ের কোনো ঘটনা আমাদের জানা নেই। অভিযোগ নিয়ে কেউ থানায় আসেনি।’