সেকশন

বুধবার, ২৫ জুন ২০২৫, ১১ আষাঢ় ১৪৩২
Independent Television
 

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন-ক্যাম্পাস শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি 

আপডেট : ২৪ মে ২০২৫, ০৪:৪৮ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয় অন-ক্যাম্পাস অনার্স প্রোগ্রামের তৃতীয় ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ এবং শিক্ষা কার্যক্রম সুনির্দিষ্টভাবে চলমান রাখার দাবিতে বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয় অন-ক্যাম্পাস অনার্স প্রোগ্রামের শিক্ষার্থীদের অংশগ্রহণে অবস্থান কর্মসূচি পালনকালে বক্তব্য রাখে– শিক্ষার্থী সোলায়মান, অফিউল, ফাহিম ফয়সাল ও হৃদয়।

বক্তারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় অন-ক্যাম্পাস অনার্স প্রোগ্রাম ২০২২-২০২৩ সেশনে থেকে শুরু হলেও তৃতীয় ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তি এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি। শিক্ষার্থীরা দীর্ঘদিন তৃতীয় ব্যাচের ভর্তির জন্য আন্দোলন চালিয়ে গেলেও কেবল আশ্বাস পাওয়া ছাড়া আশানুরূপ কোনো ফলাফল পাওয়া যায়নি। এতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়েছে। কেননা ব্যাচ চলমান না থাকলে শিক্ষার্থীরা ভবিষ্যতে পরিচয়হীনতায় ভুগবে এবং সনদের অবমূল্যায়নের ব্যাপক আশঙ্কা রয়েছে। ফলে অনেকে আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন। প্রশাসনকে এ সকল বিষয়ে অবগত করলে তারা নানা আশ্বাস দিলেও এখনো ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি।

বক্তারা আরও বলেন, ব্যাচ চলমান রাখার বিষয়ে জুলাই বিপ্লবের আগে থেকেই বিভিন্ন কর্মসূচি চালিয়ে গেলেও শনিবার থেকে চূড়ান্ত আন্দোলন শুরু করা হয়েছে । দাবি মানা না হলে অনির্দিষ্টকালের জন্য আমরণ অনশন পালন করা হবে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য (প্রো-ভিসি) অধ্যাপক নূরুল ইসলাম বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন ক্যাম্পাস অনার্স প্রোগ্রামে ৩শ শিক্ষার্থী রয়েছে। এই শিক্ষার্থীদের কিছু দাবি আছে। বর্তমান প্রশাসন এটাকে আইনের মধ্যে থেকে কীভাবে বাস্তবায়ন করা যায় এর জন্য পর্যায়ক্রমে কাজ করে যাচ্ছি। এর ধারাবাহিকতায় গত সপ্তাহে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে বৈঠক করেছি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আইনি ব্যাখ্যার জন্য পাঠিয়েছে। আইনি ব্যাখ্যা পেলে কার্যক্রম শুরু হবে। শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এ ব্যাপারে সিদ্ধান্ত নিলে শিক্ষার্থীদের দাবি পূরণ করা যাবে।’ 

 

রাজধানীর ওয়ারীর জয় কালী মন্দির এলাকার একটি আবাসিক হোটেল থেকে সেলিম জাহান (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে ‘ওসমানী ইন্টারন্যাশনাল’ নামের ওই...
সংকট কাটছে না ঢাকা মেডিকেল কলেজের। এবার ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে অধ্যক্ষের সাথে আলোচনার পর শিক্ষার্থীদের প্রতিনিধি দল জানায়, আবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত...
ফরিদপুরে পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুর গণি খাঁ (৫০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। 
মাদক সেবন ও কেনা–বেচা করতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েছিল এক দম্পতি। ঋণের টাকা শোধ করতে নিজেদের দেড় মাস বয়সী ছেলেকে প্রতিবেশী এক পরিবারে বিক্রি করে দেয় এই স্বামী–স্ত্রী। অবশ্য পুলিশের তৎপরতায় শিশুটিকে...
বর্তমান নির্বাচন কমিশনের ওপরই আস্থা রাখতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বুধবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ এ কথা জানান।
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.