ঢাকা-মাওয়া এক্সপ্রেস হাইওয়ের আব্দুল্লাহপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শাকিলা আক্তার (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার দুপুরের দুর্ঘটনার পর মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বগত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃত শাকিলা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাক্কুরা গ্রামের বাসার শেখের মেয়ে। তিনি রাজধানীর শ্যামলীতে একটি কিন্ডারগার্টেনে শিক্ষকতা করতেন। স্বামীর সাথে থাকতের শ্যামলী এলাকায় ভাড়া বাসায়। গতকাল শুক্রবার একটি নিয়োগ পরীক্ষার ভাইভা (মৌখিক পরীক্ষা) ছিল, এজন্য ফরিদপুরে গিয়েছিলেন তিনি।
নিহত শাকিরার বড় ভাই নাজমুল বলেন, ‘আমার ছোট বোন শ্যামলীর আদাবরে সুইট বার্ড কিন্ডারগার্টেন নামে একটি স্কুলে শিক্ষকতা করতেন। তাঁর স্বামী একটি এনজিওতে চাকরি করেন। সামনে বিসিএস পরীক্ষার্থী ছিল। শুক্রবার ফরিদপুরে স্থানীয় স্বাস্থ্যসেবা কমপ্লেক্সে স্বাস্থ্যকর্মী হিসেবে নিয়োগ পরীক্ষা শেষে আজ দুপুরের দিকে স্বামীর মোটরসাইকেলের পেছনে বসে ঢাকার শ্যামলীর বাসায় ফিরছিলেন। ঢাকা–মাওয়া মহাসড়কের আব্দুল্লাহপুরে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গেলে ছিটকে পড়ে পাশের রোড ডিভাইডারে লেগে গুরুতর আহত হন আমার বোন। এ ঘটনায় তাঁর স্বামীও কিছুটা আহত হন। খবর পেয়ে দ্রুত তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার বোন আর বেঁচে নেই।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।’