সেকশন

বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
Independent Television
 

শরীয়তপুরে কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ 

আপডেট : ১৩ জুন ২০২৫, ০৭:৪৭ পিএম

শরীয়তপুরের নড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবু সিদ্দিক ঢালী (৫৮) নামের এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ শরীয়তপুরে আনা হবে বলে জানিয়েছে পুলিশ।

এরআগে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের চান্দনী নদীরপাড় থেকে বাড়িতে ফেরার সময় আশরাফ আলী ছৈয়ালের বাড়ির সামনে আবু সিদ্দিককে কুপিয়ে হত্যা করে একদল সন্ত্রাসী।

আবু সিদ্দিক ঢালী ওই ইউনিয়নের চান্দনী গ্রামের মৃত শহি ঢালীর ছেলে। তিনি একজন কৃষক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আবু সিদ্দিক ঢালীর সঙ্গে একই এলাকার মিন্টু ছৈয়ালের আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব দীর্ঘদিনের। এরআগেও তাদের দুপক্ষের মধ্যে একাধিক বার সংঘর্ষ ও হত্যার ঘটনা হয়েছে। তারই জেরে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে চান্দনী নদীরপাড় থেকে বাড়িতে ফেরার সময় আশরাফ আলী ছৈয়ালের বাড়ির সামনে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা চন্দনি এলাকার মিন্টু ছৈয়াল ও তাঁর লোকজন আবু সিদ্দিককে একা পেয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে আহত করে বলে অভিযোগ উঠে । পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

জানা যায়, নিহত কৃষক আবু সিদ্দিক ঢালী নড়িয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভোজেশ্বর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শিকদারের সমর্থক ছিলেন। আর মিন্টু ছৈয়াল সাবেক আইজিপি একেএম শহিদুল হক ও নড়িয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইসমাইল হকের সমর্থক।

নিহত আবু সিদ্দিক ঢালীর ভাই জুলহাস ঢালী বলেন, ‘চান্দনীর মিন্টু ছৈয়াল, রাব্বি ছৈয়াল, ইসাহাক ছৈয়াল, আবু কালাম ছৈয়ালসহ বেশ কয়েকজন মিলে আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমি হত্যাকারীদের বিরুদ্ধে মামলা করব। আমি এই হত্যার বিচার দাবি করছি।’

এদিকে, মিন্টু ছৈয়ালের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

জেলার নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ড. আশিক মাহমুদ বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যার ঘটনা হয়ে থাকতে পারে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

 

রাজধানীর যাত্রাবাড়ীতে মশার কয়েল ধরাতে গিয়ে ঘরে জমে থাকা গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ গৃহবধূ ইতি বেগমের (৩০) পর তাঁর স্বামী মো. রিপন (৪০) জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায়...
ফরিদপুরের মধুখালীতে আলোচিত রাজন হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রায়ে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া হত্যার আলামত...
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দৈনিক প্রথম আলো পত্রিকার সম্পাদক, প্রকাশক ও গ্রাফিক্স ডিজাইনার বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজজামানের আদালত মামলাটি...
যশোরে নিজ ঘরে একটি স্টিলের বাক্সের ভেতর থেকে সুচিত্রা দেবনাথ নামে (৫৮) এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী তপন দেবনাথকে (৬৪) আটক করা হয়েছে।
প্রাথমিকভাবে অপরাধে সংশ্লিষ্টতা না পেলে আসামি খালাস দিতে পারবেন ম্যাজিস্ট্রেট, সিআরপিসিতে নতুন ধারা যুক্ত করে অধ্যাদেশ জারি করেছে সরকার।
হামজা চৌধুরী, সামিত সোমদের আগমণে র‍্যাঙ্কিংয়ে এগোনোর স্বপ্ন দেখছে বাংলাদেশ। তবে আজ ফিফা র‍্যাঙ্কিংয়ে এক ধাপ নিচে নেমেছে বাংলাদেশ। মেসির আর্জেন্টিনা শীর্ষে, ব্রাজিল পাঁচ নম্বরে, রোনালদোর পর্তুগাল...
পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন প্রবাসীরা। বৃহস্পতিবার ইসিতে এক বৈঠক শেষে ব্রিফিংয়ে কমিশনার আবুল ফজল সানাউল্লাহ জানান, জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে ইভিএমের ব্যবহার থাকছে না। এছাড়া...
শ্রীলঙ্কাকে ১৫৫ রানের লক্ষ্য দিয়ে বাংলাদেশ যদি বল হাতে লড়াই করার কিঞ্চিত আশা দেখে থাকেও-বা, সেটা মিটিয়ে দিতে শ্রীলঙ্কার পাওয়ার প্লে-র বেশি লাগল না! ততক্ষণেই যে ম্যাচের ভাগ্য নিয়ে অনিশ্চয়তা শেষ!...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.