যমুনা সেতুতে সড়ক দুর্ঘটনা ও অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা–টাঙ্গাইল–যমুনা সেতু মহাসড়কে প্রায় ১৭ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহন ধীরগতিতে চলছে। আজ শনিবার ভোর থেকে মহাসড়কের টাঙ্গাইলের অংশের যমুনা সেতু থেকে পুংলি পর্যন্ত এই ধীরগতির যানজটের সৃষ্টি হয়। তবে যমুনা সেতুর সিরাজগঞ্জ অংশে যানবাহনের চাপ থাকলেও যানজট নেই বলে জানিয়েছে পুলিশ।
মহাসড়কে যানবাহনের ধীরগতির কারণে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকেরা। যানজট নিরসনে মহাসড়কের বিভিন্ন পয়েন্ট কাজ করছেন পুলিশ সদস্যরা।
পুলিশ জানায়, গতকাল রাত থেকেই মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থেকে। এছাড়া গভীর রাতে যমুনা সেতুর ওপর সড়ক দুর্ঘটনা হয়। দুর্ঘটনাকবলতি গাড়ি রেকার দিয়ে সরিয়ে দিতে কিছুটা সময় লাগে। এতে টোল আদায়ে ধীরগতির কারণে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। আবার সিরাজগঞ্জের পশ্চিমপ্রান্তে যানবাহন ঠিক মতো যেতে না পাড়ার কারণে টাঙ্গাইলের অংশে ধীরগতির যানজটের তৈরি হয়েছে।
যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, সড়ক দুর্ঘটনার কারণে সারা রাতই সেতু দিয়ে যানবাহন চলাচলের ধীরগতির কারণে যানজটের সৃষ্টি হয়েছে। আশা করছি, দ্রুতই যানবাহন চলাচল স্বাভাবিক হবে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শরীফ বলেন, অতিরিক্ত যানবাহনের চাপ ও সিরাজগঞ্জ অংশে যানজটের কারণে টাঙ্গাইলের অংশেও যানবাহনের জটলা বাঁধে। তবে যানজট নিরসনে পুলিশ সদস্যরা কাজ করছে।
এদিকে, শনিবার সকাল থেকে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ঢাকাগামী লেনে পরিবহনের চাপ দেখা গেছে। মানুষ বাস-ট্রাক-মোটর সাইকেলে যে যেভাবে পাড়ছে ঢাকার দিকে ছুটছে। সেতুর পশ্চিম টোল প্লাজায় টোল আদায়ে সময় লাগায় মাঝে মাঝে পরিবহনের সারি দীর্ঘ হচ্ছে।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানিয়েছেন, মহাসড়কে পরিবহনের বাড়তি চাপ থাকলেও কোনো যানজট নেই।