অতিরিক্ত যানবাহনের চাপ, একাধিক সড়ক দুর্ঘটনা, গাড়ি বিকলসহ নানা কারণে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৩ কিলোমিটার এলাকায় ধীরগতিতে চলছে যানবাহন। গতকাল শনিবার মধ্যরাত থেকে যমুনা সেতুর টোলপ্লাজা থেকে এলেঙ্গা পর্যন্ত এ অবস্থার সৃষ্টি হয়। এতে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের খুব কষ্ট হচ্ছে।
আজ রোববার সকালে সরেজমিনে দেখা যায়, সেতুর টোলপ্লাজা থেকে এলেঙ্গা পর্যন্ত ধীরে ধীরে চলছে যানবাহনগুলো। গতকাল রাতের যানজটের প্রভাবে যানবাহনের ধীরগতির সৃষ্টি হয়েছে।
পুলিশ জানায়, গতকাল রাত থেকেই মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থেকে। এছাড়া গভীর রাতে যমুনা সেতুর ওপর সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলতি গাড়ি রেকার দিয়ে সরিয়ে দিতে কিছুটা সময় লাগে। এতে টোল আদায় ধীর গতির কারণে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। এতে মহাসড়কে গাড়ি চলাচলে ধীরগতি সৃষ্টি হয়।
এ বিষয়ে যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় কারণে ভোর থেকে সেতু দিয়ে যানবাহন চলাচলের ধীরগতির কারণে যানজটের সৃষ্টি হয়েছে। পরে তা স্বাভাবিক হয়ে আসে।