নারায়ণগঞ্জের বন্দরে সানজিদা আক্তার স্মৃতি নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ওই গৃহবধূর স্বামী সিফাত ও তাঁর পরিবারের লোকজন পালিয়ে গেছে।
উপজেলার নবীগঞ্জ অলিম্পিয়া এলাকায় গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত সিফাত ওই এলাকার লিটন মিয়ার মেয়ে।
নিহতের বাবা জানান, দুইজনেরই প্রেমের সম্পর্ক ছিল। পরিবারের অমতে দুই মাস আগে তারা পালিয়ে বিয়ে করে। বিয়ে পর থেকেই স্বামী-স্ত্রী মধ্যে প্রায় ঝগড়া হতো। গতকাল বিকেল থেকে স্মৃতিকে কয়েকবার ফোন করলেও রিসিভ করেননি। এরপর রাতে বাসায় গিয়ে স্মৃতির ঘরের দরজা বন্ধ পাওয়া যায়। পরে জানালা দিয়ে তাঁর মরদেহ খাটে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন তারা।
বন্দর থানার উপপরিদর্শক (এসআই) সিরাজ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে। স্বামীকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।