সাভারের আশুলিয়ায় বাসাবাড়িতে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে অন্তত পাঁচজন দগ্ধ হয়েছে। তাদের মধ্যে চারজনকে রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বিস্ফোরণে ভবনের দেয়াল ধসে পড়ে।
আজ বুধবার সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুরের মন্ডল মার্কেট সংলগ্ন বেদের পাড় এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, স্থানীয় জুয়েল মিয়ার দুতলা বাড়ির নীচ তলার ভাড়াটিয়া জহিরুল ইসলাম সকালে রান্নার জন্য গ্যাসের চুলায় আগুন জ্বালাতে গেলে বিকট শব্দে বিস্ফোরণ হয়ে ভবনের দেয়াল ধসে পড়ে। এতে দেয়াল ধসে এবং গ্যাসের বিস্ফোরণের আগুনে দগ্ধ হন অন্তত পাঁচজন। পরে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অন্য চারজনকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়।
এ বিষয়ে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকে ওই রুমে গ্যাস জমে ছিল। এ জন্য চুলা জ্বালানোর সময় বিস্ফোরণ ঘটে এই হতাহত হয়।
তদন্ত করা হচ্ছে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, হতাহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।