পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) রামপুরা উপকেন্দ্রের সমস্যায় রাজধানী ঢাকার বেশকয়েকটি এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। আজ রোববার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি এক বার্তায় নিশ্চিত করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। পিডিবি জানিয়েছে, পিজিসিবি বিদ্যুৎ ববস্থা ঠিক করতে কাজ করছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, রামপুরা সাবস্টেশনে সমস্যা হয়েছে। বাইপাস করে অন্য জায়গা থেকে বিদ্যুৎ আনার চেষ্টা চলছে। একটু সময় লাগতে পারে।
খোঁজ নিয়ে জানা গেছে, রামপুরায় পাওয়ার গ্রিডের সমস্যায় গুলশান, বনানী, হাতিরঝিল, রামপুরা, কারওয়ান বাজার, ফার্মগেট, রাজাবাজার ও মগবাজার এলাকায় বিদ্যুৎ নেই।