শরীয়তপুরের নড়িয়া-জাজিরা কীর্তিনাশা নদীর ওপর নির্মাণাধীন ফুট ওভারব্রিজের পিলারে বাল্কহেডের ধাক্কায় পুরোটাই নদীতে ভেঙে পড়েছে। আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে।
এর আগে গত বছরের ২ অক্টোবর ওই ফুট ওভারব্রিজের পিলারে বাল্কহেডের ধাক্কায় ভেঙে পড়ে ব্রিজের অর্ধেক অংশ। এলজিইডি ঝুঁকিপূর্ণ ওভারব্রিজটি অপসারণ না করায় এমন ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয়দের। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।
স্থানীয়রা জানায়, বাল্কহেডটি সকাল সাড়ে ৬টার দিকে নড়িয়া পদ্মা নদী থেকে কীর্তিনাশা হয়ে শরীয়তপুর সদর যাওয়ার পথে কীর্তিনাশা নদীর ওপর নির্মাণাধীন ফুট ওভারব্রিজের পিলারে ধাক্কা লাগে। এসময় দাঁড়িয়ে থাকা ওভারব্রিজের বাকি অংশটুকু বাল্কহেডের ওপর ভেঙে পড়ে নদীতে তলিয়ে যায়।
জেলা এলজিইডি সূত্রে জানা যায়, ১ কোটি ৮ লাখ টাকা ব্যয়ে গত বছরের মে মাসে ১০০ মিটার একটি ফুট ওভারব্রিজের কাজ শুরু হলেও শেষ করতে পারেনি এলজিইডি। ফুট ওভারব্রিজের দক্ষিণ পাশে নড়িয়া-জাজিরা সড়কের দীর্ঘদিন ধরে ভাষাসৈনিক গোলাম মাওলা সেতুর কাজ চলমান রয়েছে। তাই নদীতে পারাপারের জন্য চারটি ট্রলার দিয়ে মানুষ চলাচল করছে। এতে দুর্ভোগ হওয়ায় মানুষের হেটে যাওয়ার জন্য ফুট ওভারব্রিজটি করা হচ্ছিল।
তবে, এ বিষয়ে জেলা ও উপজেলা এলজিইডি কর্মকর্তা বক্তব্য দেননি।
এ ব্যাপারে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘বাল্কহেডের ধাক্কায় ফুট ওভারব্রিজটি নদীতে ভেঙে পড়ার ঘটনায় কেউ হতাহত হয়নি। ওভারব্রিজ ভেঙে পড়া অংশ ও ঝুঁকিপূর্ণ অংশগুলো সরিয়ে নিচ্ছে এলজিইডি।’