সেকশন

বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
Independent Television
 

সাবেক সিইসিকে হেনস্তাকারীরা শনাক্ত, গ্রেপ্তারে চলছে অভিযান: পুলিশ 

আপডেট : ২৩ জুন ২০২৫, ০৯:৩৮ পিএম

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছনাকারীরা সবাই শনাক্ত বলে জানিয়েছে পুলিশ। তাদের গ্রেপ্তারে অভিযান পরিচালনার কথা জানিয়েছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান। 

সোমবার সন্ধ্যায় মো. হাফিজুর রহমান বলেন, ‘সাবেক সিইসি নুরুল হুদাকে আটকের সময় মব সৃষ্টির ঘটনায় অভিযুক্ত সবাই শনাক্ত। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।’ 

এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘উত্তরা পশ্চিম থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব হানিফ মিয়া আটক আছেন। সে সাথে গিয়েছিল, তবে ভাইরাল ভিডিওতে তার কোনো ভূমিকা দেখা যায়নি। এ ঘটনায় প্রধান অভিযুক্ত এখনও আটক হয়নি।’

এ ঘটনায় রাতেই একটি মামলা হতে পারে বলে জানিয়েছেন তিনি। 

রোববার সাবেক সিইসি কে এম নুরুল হুদাকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতিতেই একদল মব তাকে নানাভাবে লাঞ্ছিত করে। এ সময় তাকে শারীরিকভাবেও হেনস্তা করা হয়। ঘটনার সময়ের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হলে এটি নিয়ে সমালোচনার ঝড় ওঠে।

সমালোচনার পর বিএনপির সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘সাবেক সিইসি নুরুল হুদাকে আটকের সময় যেভাবে মব জাস্টিজ করা হয়েছে, তা কাম্য নয়। এ ধরনের ঘটনা যাতে আর পুনরায় না ঘটে সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।’ 

একই দিন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানও এ ঘটনায় নিন্দা জানান। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও এই ‘মব ভায়োলেন্সে’ যুক্তদের শাস্তি দাবি করেন। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান, এ ঘটনা দলের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

যশোরে নিজ ঘরে একটি স্টিলের বাক্সের ভেতর থেকে সুচিত্রা দেবনাথ নামে (৫৮) এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী তপন দেবনাথকে (৬৪) আটক করা হয়েছে।
মোবাইলে কথা বলা নিয়ে বাক-বিতণ্ডার জেরে পাবনার সুজানগরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রউফ খাঁ সহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
চট্টগ্রামের মিরসরাইয়ের সোনাপাহাড়ের মেলখুম ঝরনা থেকে পড়ে দুই তরুণ মারা গেছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ বুধবার বিকেলে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সোনাপাহাড় এলাকায়...
মুন্সিগঞ্জ ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজের পরিত্যক্ত একটি কক্ষ থেকে মো. ইয়াসিন (১৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বেলা ১১টার দিকে স্থানীয়রা মরদেহটি দেখতে পায়। পরে খবর পেয়ে...
প্রাথমিকভাবে অপরাধে সংশ্লিষ্টতা না পেলে আসামি খালাস দিতে পারবেন ম্যাজিস্ট্রেট, সিআরপিসিতে নতুন ধারা যুক্ত করে অধ্যাদেশ জারি করেছে সরকার।
হামজা চৌধুরী, সামিত সোমদের আগমণে র‍্যাঙ্কিংয়ে এগোনোর স্বপ্ন দেখছে বাংলাদেশ। তবে আজ ফিফা র‍্যাঙ্কিংয়ে এক ধাপ নিচে নেমেছে বাংলাদেশ। মেসির আর্জেন্টিনা শীর্ষে, ব্রাজিল পাঁচ নম্বরে, রোনালদোর পর্তুগাল...
পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন প্রবাসীরা। বৃহস্পতিবার ইসিতে এক বৈঠক শেষে ব্রিফিংয়ে কমিশনার আবুল ফজল সানাউল্লাহ জানান, জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে ইভিএমের ব্যবহার থাকছে না। এছাড়া...
শ্রীলঙ্কাকে ১৫৫ রানের লক্ষ্য দিয়ে বাংলাদেশ যদি বল হাতে লড়াই করার কিঞ্চিত আশা দেখে থাকেও-বা, সেটা মিটিয়ে দিতে শ্রীলঙ্কার পাওয়ার প্লে-র বেশি লাগল না! ততক্ষণেই যে ম্যাচের ভাগ্য নিয়ে অনিশ্চয়তা শেষ!...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.