সেকশন

বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
Independent Television
 

মব বন্ধ না হলেও আগের চেয়ে কমেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট : ২৪ জুন ২০২৫, ১০:০৪ পিএম

মব পুরোপুরি বন্ধ না হলেও আগের চেয়ে কমেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তিনি বলেন, ‘ভবিষ্যতে এমন যেন না ঘটে সে ব্যবস্থাও নেওয়া হয়েছে।’ 

আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে এসব বলেন উপদেষ্টা। 

ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা মন্তব্য করেন সাবেক সিইসি নূরুল হুদার লাঞ্ছনা মেনে নেওয়া যায় না। মবের বিরুদ্ধে কঠোর হওয়ার হুঁশিয়ারি দেন তিনি।  

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কেউ এ ধরনের ঘটনা আশা করেনি। এটার জন্য আমরা সবাই দুঃখিত এবং এ ঘটনা ভবিষ্যতে যাতে না ঘটে সে জন্য সব ধরনের ব্যবস্থায় নেওয়া হবে। এ অবস্থা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের একজনকে ইতিমধ্যে একজনকে আইনের আওতায় নিয়ে এসেছি। অন্যান্য কেউ যদি এ ঘটনার সঙ্গে জড়িত থাকে ফুটেজ দেখে তাদেরও আইনের আওতায় নিয়ে আসব। ’

তিনি আরও বলেন, নূরুল হুদার ঘটনায় পুলিশের কেউ জড়িত থাকলেও ছাড় পাবে না। বাহিনীর মনোবল আগের চেয়ে বেড়েছে বলে দাবি উপদেষ্টার।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আগামী সংসদ নির্বাচনে কমিশনকে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দিয়েছেন। সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত থাকবে বলে জানান তিনি।

আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির দশম বৈঠক চলে প্রায় দুই ঘণ্টা। আলোচনা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অভিযান, গণঅভ্যুত্থানের মামলার তদন্ত ও অবৈধ অস্ত্র উদ্ধার নিয়ে।

প্রাধান্য পায় আগামী নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি। সুষ্ঠু পরিবেশের আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তবে, রাজনৈতিক দলগুলোকে সহায়তা দিতে হবে বলে মনে করেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘সব বাহিনীর প্রধানরা আশ্বাস দিয়েছেন যে নির্বাচনের সময় পরিস্থিতি ভালো থাকবে। আরেকটা জিনিস নির্বাচনের সময় পরিস্থিতি ভালো থাকাটা আসলে আইনশৃঙ্খলার ওপর নির্ভর করে না। পরিস্থিতি আসলে নির্ভর করে প্রার্থিদের ওপর। এ জন্য যারা নির্বাচনে জয়ী হয় তারা যেন একটা ভালো নির্বাচনে জিতে।’   

চট্টগ্রামের রাউজানের কদলপুর এলাকায় দুবৃর্ত্তের গুলিতে সেলিম উদ্দিন নামে যুবক নিহত হয়েছেন। আজ রোববার দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে।
সিরাজগঞ্জের শাহজাদপুরে খামারিদের দুধের দাম বাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘দুধের চেয়ে কোনোক্রমেই যেন গোখাদ্যের দাম বেশি না হয়। খামারিরা অনেক...
কুমিল্লার মুরাদনগর উপজেলায় মাদক সংশ্লিষ্টতার অভিযোগে গণপিটুনিতে মা-মেয়েসহ একই পরিবারের তিনজনকে হত্যার ঘটনার একদিন পার হলেও এখনও থানায় মামলা দায়ের করা হয়নি। এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি। আজ...
লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মাহিদুল ইসলাম মানিকসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে পাটগ্রাম সদর ইউনিয়নে...
প্রাথমিকভাবে অপরাধে সংশ্লিষ্টতা না পেলে আসামি খালাস দিতে পারবেন ম্যাজিস্ট্রেট, সিআরপিসিতে নতুন ধারা যুক্ত করে অধ্যাদেশ জারি করেছে সরকার।
হামজা চৌধুরী, সামিত সোমদের আগমণে র‍্যাঙ্কিংয়ে এগোনোর স্বপ্ন দেখছে বাংলাদেশ। তবে আজ ফিফা র‍্যাঙ্কিংয়ে এক ধাপ নিচে নেমেছে বাংলাদেশ। মেসির আর্জেন্টিনা শীর্ষে, ব্রাজিল পাঁচ নম্বরে, রোনালদোর পর্তুগাল...
পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন প্রবাসীরা। বৃহস্পতিবার ইসিতে এক বৈঠক শেষে ব্রিফিংয়ে কমিশনার আবুল ফজল সানাউল্লাহ জানান, জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে ইভিএমের ব্যবহার থাকছে না। এছাড়া...
শ্রীলঙ্কাকে ১৫৫ রানের লক্ষ্য দিয়ে বাংলাদেশ যদি বল হাতে লড়াই করার কিঞ্চিত আশা দেখে থাকেও-বা, সেটা মিটিয়ে দিতে শ্রীলঙ্কার পাওয়ার প্লে-র বেশি লাগল না! ততক্ষণেই যে ম্যাচের ভাগ্য নিয়ে অনিশ্চয়তা শেষ!...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.