মব পুরোপুরি বন্ধ না হলেও আগের চেয়ে কমেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তিনি বলেন, ‘ভবিষ্যতে এমন যেন না ঘটে সে ব্যবস্থাও নেওয়া হয়েছে।’
আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে এসব বলেন উপদেষ্টা।
ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা মন্তব্য করেন সাবেক সিইসি নূরুল হুদার লাঞ্ছনা মেনে নেওয়া যায় না। মবের বিরুদ্ধে কঠোর হওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কেউ এ ধরনের ঘটনা আশা করেনি। এটার জন্য আমরা সবাই দুঃখিত এবং এ ঘটনা ভবিষ্যতে যাতে না ঘটে সে জন্য সব ধরনের ব্যবস্থায় নেওয়া হবে। এ অবস্থা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের একজনকে ইতিমধ্যে একজনকে আইনের আওতায় নিয়ে এসেছি। অন্যান্য কেউ যদি এ ঘটনার সঙ্গে জড়িত থাকে ফুটেজ দেখে তাদেরও আইনের আওতায় নিয়ে আসব। ’
তিনি আরও বলেন, নূরুল হুদার ঘটনায় পুলিশের কেউ জড়িত থাকলেও ছাড় পাবে না। বাহিনীর মনোবল আগের চেয়ে বেড়েছে বলে দাবি উপদেষ্টার।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আগামী সংসদ নির্বাচনে কমিশনকে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দিয়েছেন। সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত থাকবে বলে জানান তিনি।
আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির দশম বৈঠক চলে প্রায় দুই ঘণ্টা। আলোচনা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অভিযান, গণঅভ্যুত্থানের মামলার তদন্ত ও অবৈধ অস্ত্র উদ্ধার নিয়ে।
প্রাধান্য পায় আগামী নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি। সুষ্ঠু পরিবেশের আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তবে, রাজনৈতিক দলগুলোকে সহায়তা দিতে হবে বলে মনে করেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘সব বাহিনীর প্রধানরা আশ্বাস দিয়েছেন যে নির্বাচনের সময় পরিস্থিতি ভালো থাকবে। আরেকটা জিনিস নির্বাচনের সময় পরিস্থিতি ভালো থাকাটা আসলে আইনশৃঙ্খলার ওপর নির্ভর করে না। পরিস্থিতি আসলে নির্ভর করে প্রার্থিদের ওপর। এ জন্য যারা নির্বাচনে জয়ী হয় তারা যেন একটা ভালো নির্বাচনে জিতে।’