আবার আন্দোলন শুরু হলে নগর ভবন পেরিয়ে তা রাজপথে গড়াবে বলে সতর্ক করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। আজ বুধবার দুপুর ১টায় জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ইশরাক বলেন, ‘স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ কোনক্রমে কারও প্ররোচনায় বা নিজ সিদ্ধান্তে আন্দোলনে অংশগ্রহণকারী কর্মকর্তা ও কর্মচারীদের বিষয়ে প্রতিহিংসামূলক পদক্ষেপের চিন্তা করলে ভুল করবেন। এটি একটি সতর্কবাণী, এর কোনো ব্যত্যয় হলে ঢাকাবাসী মেনে নেবে না। পুনরায় আন্দোলন শুরু হলে তা নগর ভবনের গণ্ডি পেরিয়ে রাজপথে গড়াবে।’
বিএনপির এই নেতা আরও বলেন, ‘সোমবার কর্মবিরতি তুলে নেওয়া হয়েছে জনগণের কথা চিন্তা করে। এর জন্য সরকারের কোনো চাপ নেই। তবে সীমিত পরিসরে আন্দোলনকারীরা তাদের কর্মসূচি চালিয়ে যাবে।’
গতকাল নগর ভবনে হামলার বিষয়ে ইশরাক বলেন, ‘নগর ভবনে হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করা হয়েছে স্থানীয় সরকার উপদেষ্টার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কিছু দুর্নীতিবাজ কর্মকর্তাদের নেতৃত্বে। এরা কেউ কেউ নিজেদের বিএনপি বলে পরিচয় দিলেও তারা দলের কোনো পদে নেই।’