মাদারীপুরের কালকিনিতে একটি পাটখেত থেকে জলিল শিকদার নামে এলজিইডি অফিসের অবসরপ্রাপ্ত এক কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার সকালে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত আব্দুল জলিল শিকদার উপজেলার এনায়েতনগর ইউনিয়নের মৌলভী কান্দি গ্রামের বাসিন্দা।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম সোহেল রানা জানিয়েছেন, কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের মৌলভী কান্দি গ্রামের বাসিন্দা ও এলজিইডি অফিসের অবসরপ্রাপ্ত অফিস সহকারী জলিল শিকদার গতকাল শুক্রবার দুপুর থেকেই নিখোঁজ ছিলেন। স্থানীয়রা ভোরে একই এলাকার সিরাজ তালুকদারের পাটখেতের ভেতর মৃতদেহ দেখতে পেয়ে কালকিনি থানা পুলিশকে খবর দেয়। পরে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি কেএম সোহেল রানা আরও জানিয়েছেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশি কার্যক্রম চলছে।