সেকশন

মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
Independent Television
 

বাড়ির ফটকে নির্মাণ সামগ্রী রাখতে মানা করায় মুক্তিযোদ্ধাকে মারধর 

আপডেট : ০৫ জুলাই ২০২৫, ০৮:৫২ পিএম

গাজীপুরের টঙ্গীতে বসতবাড়ির ফটকে নির্মাণ সামগ্রী রাখতে মানা করায় এক বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ নিয়ে পরে দুপক্ষের মধ্যে মারামারিও হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে গাজীপুরের টঙ্গীর বউবাজার এলাকায় এ ঘটনা হয়। 

আহত বীর মুক্তিযোদ্ধা আলী আকবর (৭৬) বউ বাজার এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি পদে রয়েছেন। স্থানীয়রা আহত অবস্থায় আলী আকবরকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দিয়েছে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে মুক্তিযোদ্ধা আলী আকবরের বসতবাড়ি ফটক ও দোকানের সামনে বালু ও নির্মাণ সামগ্রী রেখে বাড়ি নির্মাণের কাজ করাচ্ছিলেন আব্দুল কাদের কিরণ। এ সময় আলী আকবার তাদের বাড়ির ফটক বন্ধ না করতে অনুরোধ করেন। এ নিয়ে বাক–বিতণ্ডা হয়। এসময় অভিযুক্তরা আলী আকবরের মুক্তিযোদ্ধার সনদ দেখতে চায়। এসময় অভিযুক্তরা ক্ষুব্ধ হয়ে নির্মাণাধীন ভবনের কাজে ব্যবহৃত লোহার রড ও বাঁশ দিয়ে পিটিয়ে আলী আকবারকে আহত করে। বাবাকে মারধর করতে দেখে আলী আকবরের ছেলে শাখাওয়াত হোসেন সাজ্জাদ এগিয়ে গেলে তাকেও পিটিয়ে আহত করা হয়। পরে দুই পক্ষের মারামারিতে বেশ কয়েকজন আহত হয়। 

ঘটনার পর দুপুরে আহত আলী আকবরের ছেলে শাখাওয়াত হোসেন সাজ্জাদ একই এলাকার বাবুলের ছেলে হাসিব (২৬), আফজালের ছেলে কাউসার (২৭), মৃত আব্দুল মান্নানের ছেলে বাবুল (৬০), শাহজাহানের ছেলে আব্দুল কাদের কিরণ (৩০) ও ইমনের (২৫) বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

বাদী ‎শাখাওয়াত হোসেন সাজ্জাদ বলেন, ‘আব্দুল কাদের কিরণ তাদের জায়গায় ভবন নির্মাণ করছেন। আর নির্মাণাধীন ভবনের জন্য বালু, রড, বাঁশ আমাদের বাড়ির ফটকের সামনে রেখে দেন। আমরা বাড়ি থেকে বের হতে পারছিলাম না। বাড়ির ফটক থেকে সরে গিয়ে নির্মাণ কাজ করতে অনুরোধ জানান আমার বাবা। এতে তারা বাগবিতণ্ডায় জড়ালে হাসিব ও তার পাঁচজন সহযোগি বাবা ও আমাকে মারধর করে। এ সময় আমাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। তখন হামলাকারীরা পালিয়ে যায়।’ 
‎‎অভিযুক্ত আব্দুল কাদের কিরণ বলেন, ‘তিনি মুক্তিযোদ্ধার পরিচয় দিয়ে আমাদের কাজে বাঁধা দিয়েছেন। আমাদের আঘাত করে আহত করেছেন।’
‎‎

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, ‘নির্মাণ সামগ্রী রাখা নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। উভয়পক্ষের পাল্টাপাল্টি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ 

 

মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় ‘বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের’ চেয়ারম্যান খায়রুল বাশারের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তার...
মাদারীপুরে এতিমখানার অর্থ আত্মসাৎ ও নানা অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান পরিচালনা করেছে। আজ মঙ্গলবার দুপুরে পৌর এলাকার দরগাহ শরীফ সংলগ্ন হযরত শাহ মাদার (র.) দরগাহ শরীফ এতিমখানাতে এ...
গাজীপুরের টঙ্গীতে চিরুনি অভিযান চালিয়ে ৬৯ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আটক ব্যক্তিরা বেশিরভাগ চুরি, ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে আটক হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে টঙ্গীর দুই...
নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে একে অপরের বিরুদ্ধ খাগড়াছড়ি সদর থানায় পাল্টাপাল্টি সাধারণ ডায়েরি (জিডি) করছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দুই নেতা-নেত্রী। গত শনিবার (১২ জুলাই) খাগড়াছড়ি সদর থানায় প্রথমে...
পটুয়াখালীর কলাপাড়ায় ডাকাতির সময় স্বামীর বাড়িতে বেড়াতে এসে এক আমেরিকা প্রবাসী নববধূ (২৭) দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় কলাপাড়া থানায় ডাকাতি ও ধর্ষণ মামলা হয়েছে। এরই মধ্যে সন্দেহভাজন দুজন আটক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.