গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে আপন হাসান (১৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে। এর আগে, দুপুর ১২টার দিকে নদীতে নামার পর নিখোঁজ হয় আপন।
নিহত আপন উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের দক্ষিণ খলাপাড়া গ্রামের কামরুজ্জামানের ছেলে। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বন্ধুদের সঙ্গে ফুটবল নিয়ে কালীগঞ্জের শাহ সিমেন্ট ঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে গোসল করতে যায় আপন। একপর্যায়ে ভেসে যাওয়া ফুটবল আনতে গিয়ে পানিতে তলিয়ে যায় সে। সঙ্গে থাকা তার বন্ধুরা বিষয়টি জানালে স্থানীয়রা আপনকে নদীতে খুঁজতে শুরু করেন। পরে টঙ্গী ফায়ার স্টেশনের ডুবুরি দল এসে বিকেল ৪টার দিকে আপনের মরদেহ উদ্ধার করে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, ‘প্রাথমিক সুরতহাল শেষে আবেদনের প্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’