রাজধানীর খিলক্ষেতে কাভার্ড ভ্যানের চাপায় সিটি করপোরেশনের দুই পরিচ্ছন্নতা কর্মী নিহত হয়েছেন। তবে প্রাথমিকভাবে তাঁদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
আজ রোববার ভোরে খিলক্ষেতের লা মেরিডিয়ান হোটেলের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী।
খিলক্ষেত থানার দায়িত্বরত কর্মকর্তা এএসআই আলমগীর হোসেন দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরের দিকে এই ঘটনা ঘটে।
কাভার্ড ভ্যানটিকে জব্দ করা হয়েছে। চালক আবুল কাশেমকেও আটক করা হয়েছে বলে জানিয়েছেন এএসআই আলমগীর হোসেন।