প্রকাশ : ০২ জুন ২০১৯, ০৭:৪৮ এএমআপডেট : ০৩ জুন ২০১৯, ০৭:১১ এএম
ঘরমুখো যাত্রীরা
ঈদযাত্রার তৃতীয় দিনেও ট্রেনের সূচিতে বিপর্যয় কাটেনি। দুই থেকে পাঁচ ঘণ্টা দেরিতে ছেড়েছে নীলসাগর এক্সপ্রেস, সুন্দরবন, চিত্রা, দ্রুতযান ও ধুমকেতু এক্সপ্রেস। ঈদের আগে অবস্থার খুব একটা উন্নতি হবে না বলছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তবে মহাসড়কে যানজট না থাকায় এবার স্বস্তি নিয়েই বাড়ি ফিরছেন বাসযাত্রীরা।
রোববার সকাল। কমলাপুর রেল স্টেশনে হাজারো মানুষের অপেক্ষা।
পূর্বাঞ্চলের ট্রেনগুলো নির্ধারিত সময়ে ছেড়ে গেছে। এ নিয়ে স্বস্তি জানিয়েছেন যাত্রীরাও।
তবে দারুন ভোগান্তিতে পড়েন রেলের পশ্চিমাঞ্চলের ট্রেনের যাত্রীরা। সবচেয়ে বেশি ভুগেছেন নীলসাগর এক্সপ্রেসের যাত্রীরা। সকাল ৮টার ট্রেন ছেড়েছে বেলা একটায়। এছাড়া রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ছাড়ে প্রায় সাড়ে তিন ঘণ্টা দেরিতে।
খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস সকাল ৬টা ২০ এর পরিবর্তে ছাড়ে সকাল ৮টায়। আর সন্ধ্যা ৭টার চিত্রা এক্সপ্রেস ছেড়েছে রাত ৯টার দিকে। সূচি বিপর্যয়ে রয়েছে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেসেও।
প্রতিটি স্টেশনে যাত্রী ওঠানামায় অতিরিক্ত সময় লাগায় ট্রেনের সূচি এলোমেলো দাবি কমলাপুর স্টেশন ম্যানেজারের।
সকালে কমলাপুর রেল স্টেশন পরিদর্শন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এ সময় তিনি ঈদের আগে এ ধরনের দুর্ভোগ মেনে নেয়ার আহ্বান জানান।
এদিকে বেশ স্বস্তিতে বাড়ি ফিরছেন সড়কপথের যাত্রীরা। ঢাকা থেকে ঠিক সময়ে ছেড়ে যাচ্ছে বিভিন্ন রুটের বাস। লম্বা ছুটির কারণে অনেকেই ধাপে ধাপে বাড়ি যাচ্ছেন বলে বাসে চাপ কম। ঈদের আগ পর্যন্ত রাস্তায় কোনো দুর্ভোগ না হওয়ার আশা করছেন সড়কমন্ত্রী।
পোশাক কারখানায় ছুটির কারণে সোমবার সড়কপথে যাত্রী চাপ বাড়বে বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা।
রাজনৈতিক দলগুলোর নানা মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদ রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়, এক আলোচনায়। নতুন বাংলাদেশ গড়তে সাংস্কৃতিক বিকাশ ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার তাগিদ দেন বক্তারা।
যশোরে আফিল মুরগির ফার্মে আগুন লেগেছে। এতে প্রায় ৪৪ হাজার মুরগি পুড়ে গেছে বলে দাবি প্রতিষ্ঠানটির কর্তাদের। তবে কী কারণে আগুন লেগেছে তা নিশ্চিত করে বলতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। শুক্রবার...
সড়ক দুর্ঘটনায় ৪ জেলায় প্রাণ গেছে ১০ জনের। এর মধ্যে হবিগঞ্জে প্রাণ গেছে ৪ ইটভাটা শ্রমিকের। ময়মনসিংহ ও সিরাজগঞ্জে দুজন কোরে মারা গেছেন দুর্ঘটনায়। চুয়াডাঙ্গায় বাসচাপায় নিহত ভ্যানের চালক-যাত্রী।
গাজীপুরের টঙ্গীর একটি ফ্ল্যাট বাসা থেকে দুই শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের একজনের বয়স ৬ ও অপরজনের বয়স ৪ বছর বলে জানা গেছে। আজ শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই...
একদিক থেকে দেখলে, ভারতের কারণে কদিন আগে ছেলেদের চ্যাম্পিয়নস ট্রফিতে যে ঝামেলায় পড়েছিল টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান, এবার মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের কারণে ঠিক একই ঝামেলায় পড়তে যাচ্ছে...
ফ্রাঙ্কফুর্টে গতকাল ইউরোপা লিগের ম্যাচটা শেষ হতেই তাই যেন বুক ভরে অক্সিজেন নেওয়ার সুযোগ হলো পস্তেকগলুর। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে নিজেদের মাঠে ১-১ ড্রয়ের পর ফ্রাঙ্কফুর্টে গিয়ে গতকাল যে ৪৩...
একাত্তরে গণহত্যার ক্ষমা চাওয়া আহ্বান, বকেয়া অর্থ ফেরত ও আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নিতে সহযোগিতা চাওয়া হয়েছে পাকিস্তানের কাছে। বাংলাদেশে সফররত পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচের সঙ্গে বৈঠক...
চট্টগ্রামের চকবাজার থানার কাপাসগোলা এলাকায় মা ও ছয় মাস বয়সী শিশুসহ একটি ব্যাটারিচালিত রিকশা নালায় পড়ে গেছে। শুক্রবার রাত ৮টার দিকে কাপাসগোলার নবাব হোটেলের পাশের নালায় এ দুর্ঘটনা হয়। এ ঘটনায় মাকে...
ট্রেনে শিডিউল বিপর্যয় কাটেনি, মহাসড়কে স্বস্তি
রোববার সকাল। কমলাপুর রেল স্টেশনে হাজারো মানুষের অপেক্ষা।
পূর্বাঞ্চলের ট্রেনগুলো নির্ধারিত সময়ে ছেড়ে গেছে। এ নিয়ে স্বস্তি জানিয়েছেন যাত্রীরাও।
তবে দারুন ভোগান্তিতে পড়েন রেলের পশ্চিমাঞ্চলের ট্রেনের যাত্রীরা। সবচেয়ে বেশি ভুগেছেন নীলসাগর এক্সপ্রেসের যাত্রীরা। সকাল ৮টার ট্রেন ছেড়েছে বেলা একটায়। এছাড়া রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ছাড়ে প্রায় সাড়ে তিন ঘণ্টা দেরিতে।
খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস সকাল ৬টা ২০ এর পরিবর্তে ছাড়ে সকাল ৮টায়। আর সন্ধ্যা ৭টার চিত্রা এক্সপ্রেস ছেড়েছে রাত ৯টার দিকে। সূচি বিপর্যয়ে রয়েছে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেসেও।
প্রতিটি স্টেশনে যাত্রী ওঠানামায় অতিরিক্ত সময় লাগায় ট্রেনের সূচি এলোমেলো দাবি কমলাপুর স্টেশন ম্যানেজারের।
সকালে কমলাপুর রেল স্টেশন পরিদর্শন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এ সময় তিনি ঈদের আগে এ ধরনের দুর্ভোগ মেনে নেয়ার আহ্বান জানান।
এদিকে বেশ স্বস্তিতে বাড়ি ফিরছেন সড়কপথের যাত্রীরা। ঢাকা থেকে ঠিক সময়ে ছেড়ে যাচ্ছে বিভিন্ন রুটের বাস। লম্বা ছুটির কারণে অনেকেই ধাপে ধাপে বাড়ি যাচ্ছেন বলে বাসে চাপ কম। ঈদের আগ পর্যন্ত রাস্তায় কোনো দুর্ভোগ না হওয়ার আশা করছেন সড়কমন্ত্রী।
পোশাক কারখানায় ছুটির কারণে সোমবার সড়কপথে যাত্রী চাপ বাড়বে বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা।
/এইচ.এ/