প্রকাশ : ০৭ জুন ২০১৯, ০৫:০৭ পিএমআপডেট : ০৭ জুন ২০১৯, ০৫:০৮ পিএম
ফাকা নগরী
গত দুদিনের মতো আজও ফাঁকা রাজধানী। ঈদের এই সময়ে সড়কে নেই ঘন্টার পর ঘন্টা যানজট, নেই ধুলোবালি। নগরবাসী বলছেন, আগে যেখানে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে সময় লাগতো দেড় থেকে দুই ঘন্টা, এখন একই পথে সময় লাগছে মাত্র ১৫ থেকে ২০ মিনিট। তবে ফাঁকা রাস্তায় বেপরোয়া গাড়ি চলাচল রোধে তৎপর দেখা গেছে ট্রাফিক পুলিশকে।
ঈদের তৃতীয় দিনেও ফাঁকা রাজধানী। নগরবাসীর কাছে যেন অচেনা শহর। যানজটে অভ্যস্ত মানুষগুলো হাসিমুখে নির্বিঘ্নে ঘুরে বেড়িয়েছেন, সেরেছেন প্রয়োজনীয় কাজ, ঘোরাফেরা করেছেন ঈদের আমেজে। নেই কোন ধরণের ধূলাবালি, গাড়ির দুষণ।
সব সময়ের যান্ত্রিক শহরে অচেনা পরিবেশ পেয়ে একদল সাইকেল প্রেমী ঘুরতে বেরিয়েছেন। ঢাকার সড়ক এমনটা ফাকা হওয়ায় সবচেয়ে খুশি যাত্রী ও চালকরা। সড়ক পথের সিগন্যালগুলোতে গাড়ীর চাপ না থাকায় ঝক্কি ঝামেলা ছাড়াই পৌঁছে যাচ্ছেন নির্দিষ্ট গন্তব্যে। সবার চোখেমুখেই আনন্দ। এমন সড়কে দায়িত্ব পালন করেও স্বাচ্ছন্দ্য বোধ করছেন ট্রাফিক সদস্যরা। প্রতি বছরের দুই ঈদের ছুটিতে এ সুযোগটা তারাও উপভোগ করেন।
ফাঁকা ঢাকায় সড়ক দুর্ঘটনাসহ আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর ছিল ট্রাফিক সার্জনরা। আরও প্রায় এক সপ্তাহ অনেকটাই ফাঁকা থাকবে রাজধানী। এ সময় দুর্ঘটনা রোধে চালকদের সাবধানে গাড়ী চালানোর পরামর্শ ট্রাফিক সদস্যদের।
রাজনৈতিক দলগুলোর নানা মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদ রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়, এক আলোচনায়। নতুন বাংলাদেশ গড়তে সাংস্কৃতিক বিকাশ ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার তাগিদ দেন বক্তারা।
যশোরে আফিল মুরগির ফার্মে আগুন লেগেছে। এতে প্রায় ৪৪ হাজার মুরগি পুড়ে গেছে বলে দাবি প্রতিষ্ঠানটির কর্তাদের। তবে কী কারণে আগুন লেগেছে তা নিশ্চিত করে বলতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। শুক্রবার...
সড়ক দুর্ঘটনায় ৪ জেলায় প্রাণ গেছে ১০ জনের। এর মধ্যে হবিগঞ্জে প্রাণ গেছে ৪ ইটভাটা শ্রমিকের। ময়মনসিংহ ও সিরাজগঞ্জে দুজন কোরে মারা গেছেন দুর্ঘটনায়। চুয়াডাঙ্গায় বাসচাপায় নিহত ভ্যানের চালক-যাত্রী।
গাজীপুরের টঙ্গীর একটি ফ্ল্যাট বাসা থেকে দুই শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের একজনের বয়স ৬ ও অপরজনের বয়স ৪ বছর বলে জানা গেছে। আজ শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই...
একদিক থেকে দেখলে, ভারতের কারণে কদিন আগে ছেলেদের চ্যাম্পিয়নস ট্রফিতে যে ঝামেলায় পড়েছিল টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান, এবার মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের কারণে ঠিক একই ঝামেলায় পড়তে যাচ্ছে...
ফ্রাঙ্কফুর্টে গতকাল ইউরোপা লিগের ম্যাচটা শেষ হতেই তাই যেন বুক ভরে অক্সিজেন নেওয়ার সুযোগ হলো পস্তেকগলুর। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে নিজেদের মাঠে ১-১ ড্রয়ের পর ফ্রাঙ্কফুর্টে গিয়ে গতকাল যে ৪৩...
একাত্তরে গণহত্যার ক্ষমা চাওয়া আহ্বান, বকেয়া অর্থ ফেরত ও আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নিতে সহযোগিতা চাওয়া হয়েছে পাকিস্তানের কাছে। বাংলাদেশে সফররত পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচের সঙ্গে বৈঠক...
চট্টগ্রামের চকবাজার থানার কাপাসগোলা এলাকায় মা ও ছয় মাস বয়সী শিশুসহ একটি ব্যাটারিচালিত রিকশা নালায় পড়ে গেছে। শুক্রবার রাত ৮টার দিকে কাপাসগোলার নবাব হোটেলের পাশের নালায় এ দুর্ঘটনা হয়। এ ঘটনায় মাকে...
ঈদের তৃতীয় দিনেও ফাঁকা রাজধানী
ঈদের তৃতীয় দিনেও ফাঁকা রাজধানী। নগরবাসীর কাছে যেন অচেনা শহর। যানজটে অভ্যস্ত মানুষগুলো হাসিমুখে নির্বিঘ্নে ঘুরে বেড়িয়েছেন, সেরেছেন প্রয়োজনীয় কাজ, ঘোরাফেরা করেছেন ঈদের আমেজে। নেই কোন ধরণের ধূলাবালি, গাড়ির দুষণ।
সব সময়ের যান্ত্রিক শহরে অচেনা পরিবেশ পেয়ে একদল সাইকেল প্রেমী ঘুরতে বেরিয়েছেন। ঢাকার সড়ক এমনটা ফাকা হওয়ায় সবচেয়ে খুশি যাত্রী ও চালকরা। সড়ক পথের সিগন্যালগুলোতে গাড়ীর চাপ না থাকায় ঝক্কি ঝামেলা ছাড়াই পৌঁছে যাচ্ছেন নির্দিষ্ট গন্তব্যে। সবার চোখেমুখেই আনন্দ। এমন সড়কে দায়িত্ব পালন করেও স্বাচ্ছন্দ্য বোধ করছেন ট্রাফিক সদস্যরা। প্রতি বছরের দুই ঈদের ছুটিতে এ সুযোগটা তারাও উপভোগ করেন।
ফাঁকা ঢাকায় সড়ক দুর্ঘটনাসহ আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর ছিল ট্রাফিক সার্জনরা।
আরও প্রায় এক সপ্তাহ অনেকটাই ফাঁকা থাকবে রাজধানী। এ সময় দুর্ঘটনা রোধে চালকদের সাবধানে গাড়ী চালানোর পরামর্শ ট্রাফিক সদস্যদের।
//এম-এম//