প্রকাশ : ০৯ জুন ২০১৯, ০৬:৫৬ পিএমআপডেট : ০৯ জুন ২০১৯, ০৭:০১ পিএম
বাসের জন্য অপেক্ষায় যাত্রীরা
ঈদের পর প্রথম কর্মদিবসে রাজধানীতে গণ পরিবহণের সংকট দেখা গেছে। বেশিরভাগ সড়কই ছিল ফাঁকা। এদিকে বৃষ্টির কারণে যাত্রীদের বাড়তি ভোগান্তির শিকার হতে হয়েছে।
ফার্মগেট এলাকায় যাত্রীদের দীর্ঘ সময় গণ পরিবহনের জন্য অপেক্ষা করতে হয়েছে। রাজধানীর বিভিন্ন রুটের গণ পরবহণ এখনো পুরোপুরি রাস্তায় চলাচল না করায় যাত্রীরদের এমন বিড়ম্বনায় পড়তে হয়েছে বলে জানান চালকরা। যাত্রীরা জানান, ঈদের পর প্রথম কর্মদিবসে কর্মক্ষেত্রে যোগ দিতে বের হয়ে তারা বিপাকে পড়েছেন। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকারপর গাড়িতে উঠতে বেশ বেগ পেতে হচ্ছে তাদের। এছাড়া সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণে বিড়ম্বনার শিকার হন যাত্রীরা।
গাজীপুরের গাছা থানার হারিকেন এলাকার একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ পোশাক শ্রমিক হারিস মিয়া (৫০) জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন মারা গেছেন।
খাগড়াছড়ির দীঘিনালায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে মো. নুরুল হক নামে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত আড়াই টার দিকে উপজেলার মেরুং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ছোট মেরুং...
জানা গেছে, গত ১ এপ্রিল রাত পৌনে ২টার দিকে পূর্বশত্রুতার জেরে জোয়ার সাহারা খাঁ পাড়া এলাকার মো. রাশেদুজ্জামান রাজুর বাসার সামনে এসে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে আলিনুর পাভেলসহ অজ্ঞাত ১০ থেকে ১২ জন।...
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া উত্তর বাজারে অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে তাঁদের কোটি টাকার ক্ষতি হয়েছে।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় আজ শুক্রবারও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি অধিদপ্তর জানিয়েছে, এই বৃষ্টি আগামী ৩ থেকে ৪ দিন পর্যন্ত থাকতে পারে।
৯৫ বছর আগে ব্রিটিশ সাম্রাজ্য থেকে ৪ দিন চট্টগ্রামকে স্বাধীন রেখেছিল বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে বিপ্লবীদের একটি দল।
আরও ভিডিও দেখতে ইনডিপেনডেন্ট টেলিভিশনের ইউটিউব চ্যানেলের লিংকটি ক্লিক...
রাজধানীতে গণ পরিবহণের সংকট
ফার্মগেট এলাকায় যাত্রীদের দীর্ঘ সময় গণ পরিবহনের জন্য অপেক্ষা করতে হয়েছে। রাজধানীর বিভিন্ন রুটের গণ পরবহণ এখনো পুরোপুরি রাস্তায় চলাচল না করায় যাত্রীরদের এমন বিড়ম্বনায় পড়তে হয়েছে বলে জানান চালকরা। যাত্রীরা জানান, ঈদের পর প্রথম কর্মদিবসে কর্মক্ষেত্রে যোগ দিতে বের হয়ে তারা বিপাকে পড়েছেন। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকারপর গাড়িতে উঠতে বেশ বেগ পেতে হচ্ছে তাদের। এছাড়া সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণে বিড়ম্বনার শিকার হন যাত্রীরা।
//এসআইএস//