প্রকাশ : ২১ আগস্ট ২০২০, ০৬:০২ পিএমআপডেট : ২১ আগস্ট ২০২০, ০৬:১৩ পিএম
চাল
রাজধানীর বাজারে আবারও বেড়েছে চালের দাম। সব ধরনের চালই কেজিতে দুই থেকে তিন টাকা বৃদ্ধি পেয়েছে। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, ধানের দাম বৃদ্ধির কথা বলে চালের দাম বাড়িয়েছেন মিল মালিকরা। এছাড়া, বন্যার প্রভাবে গত কয়েক সপ্তাহ ধরেই উর্দ্ধমূখী সবজির দাম। বাজারে গড়ে ৫০ টাকার কমে পাওয়া যাচ্ছে না কোনো সবজি।
গত ৭ জুলাই খাদ্য মন্ত্রণালয় জানায়, কারসাজি ঠেকাতে ও বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজনে শুল্ক কমিয়ে বিদেশ থেকে আমদানি করা হবে চাল। এই ধরনের হুশিয়ারির পরও রাজধানীর বাজারে আবারও বাড়লো চালের দাম। দফায় দফায় দাম বাড়ায় ক্ষুদ্ধ ক্রেতারা।
শুক্রবার রাজধানীর বাজারগুলো পর্যবেক্ষন করে দেখা যায়, মিনিকেট চাল বিক্রি করা হচ্ছে ৫৪ থেকে ৫৬ টাকায়। নাজিরশাইলের কেজি ৫৫ থেকে ৬০ টাকা। আটাশ জাতের চাল বিক্রি করা হচ্ছে কেজি প্রতি ৪৩ থেকে ৪৫ টাকা দরে। আড়তদাররা বলছেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণে মোটা চাল দেয়ায় পাইকারি বাজারে মোটা চালের সরবরাহ নেই।
এছাড়া, গত কয়েক সপ্তাহ ধরেই বেশি দামে বিক্রি হচ্ছে শাক-সবজি। বেশিরভাগ সবজিই কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৫০ টাকার উপরে। মাঝারি আকারের একটি লাউ বিক্রি হচ্ছে ৬০ টাকায়। এক কেজি বেগুনের দর ৮০ থেকে ১০০ টাকা। কাকরোল, পটল, ঢেড়শের কেজি ৬০ টাকা, বরবটি ৭০ টাকা এবং মরিচ ১৬০ থেকে ১৮০ টাকা। বাড়তি আলুর দামও, কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৩৫ টাকায়।
তবে, কিছুটা স্বস্তি রয়েছে পেঁয়াজের বাজারে। আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২৫ থেকে ৩০ টাকা দরে। দেশীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়।
ঢাকা-ভৈরব রেলপথে ‘নরসিংদী কমিউটার’ নামের নতুন ট্রেন চালু হয়েছে। আজ বুধবার সকালে কমলাপুরে এ ট্রেন দুইটির উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির।
ফরিদপুরে সাবেক এমপি ও যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর সহযোগী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মামলার অন্যতম আসামি, রুকসুর সাবেক ভিপি, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাওসার আকন্দসহ...
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবারের হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে অনেকে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
মির্জা ফখরুল বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট। এটার কোনো রোডম্যাপ ঘোষণা হয়নি। বিএনপি বারবার বলেছে, নির্বাচনী রোডম্যাপ দেওয়ার জন্য। না হলে দেশের সংকট...
চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ দুপুরে চীনের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। বাংলাদেশে চীনা বিনিয়োগ আকৃষ্ট করাই ঢাকার মূল লক্ষ্য। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ...
ঈদকে সামনে রেখে দেশের বাজারে আগত বিভিন্ন ব্র্যান্ডের সেরা কিছু স্মার্টফোনের সাথে পাঠকদের পরিচয় করিয়ে দিতেই তৈরি করা হয়েছে এই প্রতিবেদনটি। বসুন্ধরা সিটির মোবাইল মার্কেট ঘুরে তৈরি দুই পর্বের...
রাজধানীতে চালের দাম কেজিতে বেড়েছে ২-৩ টাকা
গত ৭ জুলাই খাদ্য মন্ত্রণালয় জানায়, কারসাজি ঠেকাতে ও বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজনে শুল্ক কমিয়ে বিদেশ থেকে আমদানি করা হবে চাল। এই ধরনের হুশিয়ারির পরও রাজধানীর বাজারে আবারও বাড়লো চালের দাম। দফায় দফায় দাম বাড়ায় ক্ষুদ্ধ ক্রেতারা।
শুক্রবার রাজধানীর বাজারগুলো পর্যবেক্ষন করে দেখা যায়, মিনিকেট চাল বিক্রি করা হচ্ছে ৫৪ থেকে ৫৬ টাকায়। নাজিরশাইলের কেজি ৫৫ থেকে ৬০ টাকা। আটাশ জাতের চাল বিক্রি করা হচ্ছে কেজি প্রতি ৪৩ থেকে ৪৫ টাকা দরে। আড়তদাররা বলছেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণে মোটা চাল দেয়ায় পাইকারি বাজারে মোটা চালের সরবরাহ নেই।
এছাড়া, গত কয়েক সপ্তাহ ধরেই বেশি দামে বিক্রি হচ্ছে শাক-সবজি। বেশিরভাগ সবজিই কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৫০ টাকার উপরে। মাঝারি আকারের একটি লাউ বিক্রি হচ্ছে ৬০ টাকায়। এক কেজি বেগুনের দর ৮০ থেকে ১০০ টাকা। কাকরোল, পটল, ঢেড়শের কেজি ৬০ টাকা, বরবটি ৭০ টাকা এবং মরিচ ১৬০ থেকে ১৮০ টাকা। বাড়তি আলুর দামও, কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৩৫ টাকায়।
তবে, কিছুটা স্বস্তি রয়েছে পেঁয়াজের বাজারে। আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২৫ থেকে ৩০ টাকা দরে। দেশীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়।
//আরএইচ//