ছিনতাইকারীকে পেটানো জবির সেই শিক্ষার্থীর মুঠোফোন উদ্ধার
প্রকাশ : ০৩ আগস্ট ২০২২, ০৫:২৪ পিএমআপডেট : ০৩ আগস্ট ২০২২, ০৭:১৬ পিএম
সংগৃহীত ছবি
রাজধানীতে ছিনতাইকারীকে ধরে পেটানো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারিশা আকতারের মুঠোফোনটি অবশেষে উদ্ধার করেছে পুলিশ। কারওয়ান বাজারের একটি দোকান থেকে ছিনতাইকারীদের বিক্রি করে দেয়া ওই মুঠোফোনটি উদ্ধার করে পুলিশ।
বুধবার সকালে তেজগাঁও থানায় সংবাদ সম্মেলনে এ সব কথা জানান পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রুবাইয়াত জামান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২১ জুলাই রাজধানীর কারওয়ানবাজার এলাকা থেকে পারিশা আকতারের মোবাইলটি বাস থেকে ছিনিয়ে নেয় রিপন ওরফে আকাশ। তাকে ধাওয়া করলে মুঠোফোনটি আরেক ছিনতাইকারীর কাছে হাতবদল করে পালিয়ে যায় সে।
ছিনতাইকারী রিপনের পিছু নেয়া অন্য এক যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে তার সম্পর্কে তদন্ত শুরু করে পুলিশ। পরে ২৪ জুলাই কারওয়ান বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ কর্মকর্তা রুবাইয়াত বলেন, '১৭ বছর বয়সী ছেলেটি প্রথমে ছিনতাইয়ে জড়িত থাকার কথা অস্বীকার করলেও জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করে তারা দুজন মিলে এ কাজটি করেছে। ইতিমধ্যে ছিনতাইকারী রিপনও গ্রেপ্তার হয়েছে'।
রুবাইয়াত বলেন, 'রিপনও প্রথমে ছিনতাইয়ের অভিযোগ অস্বীকার করেছিল। তবে ১৭ বছরের ছেলটি আর রিপনকে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদের পর সে স্বীকার করে। তার তথ্যমতে কারওয়ান বাজারের একটি দোকান মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। ছিনতাই করা মুঠোফোন কেনার অপরাধে দোকানটির মালিক মো. শফিককে গ্রেপ্তার করা হয়েছে'।
জিজ্ঞাসাবাদে ওই ছেলেটি ও রিপন বলেন, তারা ৪ হাজার টাকায় মুঠোফোনটি বিক্রি করে দেয়। রিপন নেয় ১ হাজার টাকা আর ১৭ বছরের ছেলেটি নেয় ৫০০ টাকা। বাকি টাকায় তারা মদ কিনে খায়।
এর আগে গত ২১ জুলাই গবেষণার কাজে সকালে রাজধানীর সদরঘাট থেকে মিরপুর চিড়িয়াখানা গিয়েছিলেন পারিশ। সারা দিন কাজ করে তানজিল পরিবহনের বাসে করে ফেরার সময় কারওয়ান বাজার এলাকা থেকে ছিনতাইকারীরা তার মুঠোফোন ছিনিয়ে নেয়।
সিএনজিচালিত অটোরিকশা চালকেরা মিটারের চেয়ে বেশি ভাড়া আদায় করলে মামলা করার অনুরোধ করে এরই মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) চিঠি দিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। গত ১০...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আশুলিয়া থানার এক হত্যা মামলায় সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান ও বরগুনা-১ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এবং আরেক মামলায় শেখ হাসিনার...
অপারেশন ডেভিল হান্টে খাগড়াছড়িতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকালে খাগড়াছড়ির পুলিশের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ...
ক্রীড়া সাংবাদিক ও উপস্থাপিকা সানজানা গানেশানের (জাসপ্রীত বুমরার স্ত্রী) সঙ্গে আলাপকালে চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে পন্টিং বলেছেন, ‘সত্যি কথা বলতে, আমার মনে হয়, ওরা (চ্যাম্পিয়নস...
অন্তার্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সম্পূর্ণ স্বাধীন, এখানে কখন কার রায় হবে তা নিয়ে বাইরে কারো মন্তব্য না করতে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। আজ বুধবার সকালে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো....
‘আয়নাঘর’ হিসেবে ব্যবহৃত হতো এমন তিনটি স্থান পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ বুধবার দুপুরে আয়নাঘর পরিদর্শন শেষে ড. ইউনূস বলেন, ‘আইয়ামে জাহেলিয়াত...
ছিনতাইকারীকে পেটানো জবির সেই শিক্ষার্থীর মুঠোফোন উদ্ধার
বুধবার সকালে তেজগাঁও থানায় সংবাদ সম্মেলনে এ সব কথা জানান পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রুবাইয়াত জামান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২১ জুলাই রাজধানীর কারওয়ানবাজার এলাকা থেকে পারিশা আকতারের মোবাইলটি বাস থেকে ছিনিয়ে নেয় রিপন ওরফে আকাশ। তাকে ধাওয়া করলে মুঠোফোনটি আরেক ছিনতাইকারীর কাছে হাতবদল করে পালিয়ে যায় সে।
ছিনতাইকারী রিপনের পিছু নেয়া অন্য এক যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে তার সম্পর্কে তদন্ত শুরু করে পুলিশ। পরে ২৪ জুলাই কারওয়ান বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ কর্মকর্তা রুবাইয়াত বলেন, '১৭ বছর বয়সী ছেলেটি প্রথমে ছিনতাইয়ে জড়িত থাকার কথা অস্বীকার করলেও জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করে তারা দুজন মিলে এ কাজটি করেছে। ইতিমধ্যে ছিনতাইকারী রিপনও গ্রেপ্তার হয়েছে'।
রুবাইয়াত বলেন, 'রিপনও প্রথমে ছিনতাইয়ের অভিযোগ অস্বীকার করেছিল। তবে ১৭ বছরের ছেলটি আর রিপনকে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদের পর সে স্বীকার করে। তার তথ্যমতে কারওয়ান বাজারের একটি দোকান মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। ছিনতাই করা মুঠোফোন কেনার অপরাধে দোকানটির মালিক মো. শফিককে গ্রেপ্তার করা হয়েছে'।
জিজ্ঞাসাবাদে ওই ছেলেটি ও রিপন বলেন, তারা ৪ হাজার টাকায় মুঠোফোনটি বিক্রি করে দেয়। রিপন নেয় ১ হাজার টাকা আর ১৭ বছরের ছেলেটি নেয় ৫০০ টাকা। বাকি টাকায় তারা মদ কিনে খায়।
এর আগে গত ২১ জুলাই গবেষণার কাজে সকালে রাজধানীর সদরঘাট থেকে মিরপুর চিড়িয়াখানা গিয়েছিলেন পারিশ। সারা দিন কাজ করে তানজিল পরিবহনের বাসে করে ফেরার সময় কারওয়ান বাজার এলাকা থেকে ছিনতাইকারীরা তার মুঠোফোন ছিনিয়ে নেয়।