মৃত স্বজনকে দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিন ভ্যান আরোহী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন ভ্যানচালকসহ দুজন। আজ বুধবার সকাল ৬টার দিকে যশোরের ঝিকরগাছা উপজেলার নবীবনগর এলাকায় যশোর-বেনাপোল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন– ঝিকরগাছার বামনআলী গ্রামের এরশাদ আলীর ছেলে হাসান ইকবাল (৩৫), তাঁর মেয়ে রত্না খাতুন (১৪) ও গদখালি জিয়ালিপাড়া গ্রামের জেহের আলীর স্ত্রী নাজমা খাতুন (৫০)। আহতরা হলেন– নিহত হাসান ইকবালের স্ত্রী হালিমা খাতুন (৩০) ও ভ্যানচালক সৈয়দপাড়া গ্রামের জামাল সরদারের ছেলে বাবলু (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোরে যশোরের শার্শা উপজেলায় এক স্বজনের মৃত্যুর খবর শুনে বামনআলী এলাকা থেকে ব্যাটারিচালিত ভ্যানে করে রওনা হন কয়েকজন। পথে নবীবনগর এলাকার মোল্লা ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি খালি অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান এবং দুজন আহত হন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ হতাহতদের উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে দুজনকে যশোর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নাভারণ হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান বলেন, এ ঘটনায় অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।