দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণের আগের দিন দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের আদেশ দিয়েছে নির্বাচন কমিশন। সোমবার বিকেলে নির্বাচন কমিশনের পাঠানো চিঠি বাগেরহাটের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ নির্বাচন সংশ্লিষ্টদের হাতে পৌঁছেছে।
সোমবার ওই দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করে খুলনা ডিআইজি রেঞ্জ কার্যালয়ে সংযুক্ত করার কথা জানিয়েছে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার।
বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিষদের নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে এই আদেশ জারি করেন কমিশনের উপসচিব মো. মিজানুর রহমান।
প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন, বাগেরহাটের ফকিরহাট মডেল থানার ওসি আশরাফুল আলম ও জেলা ডিবির ওসি স্বপন রায়। এই দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি-ধামকি দেওয়ার অভিযোগ করে গতকাল রোববার প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত অভিযোগ করেন ফকিরহাট উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীক নিয়ে চেয়ারম্যান পদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী সেখ ওয়াহিদুজ্জামান (বাবু)।
ওয়াহিদুজ্জামান ফকিরহাট উপজেলা যুবলীগের সদ্য স্থগিত হওয়া আহ্বায়ক কমিটির আহ্বায়ক। এই উপজেলায় তার প্রতিদ্বন্দ্বী ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান স্বপন কুমার দাশ।
দুই ওসিকে প্রত্যাহার করে নির্বাচন কমিশনের দেওয়া ওই আদেশে বলা হয়েছে, ‘৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে বাগেরহাট জেলার ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ আশরাফুল আলম ও বাগেরহাট জেলা ডিবির ওসি স্বপন রায়কে ডিআিইজি, খুলনা রেঞ্জ, খুলনায় নির্বাচনের সময় পর্যন্ত সংযুক্ত করে উক্ত কর্মকর্তাদ্বয়ের পরবর্তী কোনো কর্মকর্তাকে ফকিরহাট মডেল থানার ওসি ও ডিবির ওসি’র দায়িত্ব প্রদানের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।’
খুলনা রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শককের কাছে পাঠানো ওই দাপ্তরিক চিঠিতে এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে নির্বাচন কমিশনকে অবহিত করার জন্যও বলা হয়েছে। প্রত্যাহারকৃত ওই দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে রোববার প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ দুই কমিশনারের কাছে লিখিত অভিযোগ করেছিলেন সেখ ওয়াহিদুজ্জামান। এরপরই এমন নির্দেশনা এলো।
মন্ত্রিপরিষদ সচিব, মহাপুরিশ পরিদর্শক ছাড়াও নির্বাচন কমিশনের ওই চিঠির অনুলিপি দেওয়া হয়েছে বাগেরহাটের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও নির্বাচন কর্মকর্তাকেও।
চিঠি পাওয়া বিষয়টি নিশ্চিত করে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান সাংবাদিকদের বলেন, ‘নির্বাচন কমিশনের আদেশের চিঠি পেয়ে ওই দুই কর্মকর্তাকে ইতিমধ্যে প্রত্যাহার করে খুলনা রেঞ্জ কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।’