বাগেরহাটের মোংলা নদীতে অতিরিক্ত যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। রোববার সকাল ৯টায় প্রায় ৬০ জন যাত্রী নিয়ে নদী পার হওয়ার সময় এ ঘটনা ঘটে।
তবে এ ঘটনায় কোনো হতাহতের খরব পাওয়া যায়নি। সবাই সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মোংলা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত তামান্না।
তিনি বলেন, ‘ট্রলারটি তীরের কাছাকাছি এসে ডুবে যায়। এটি অতিরিক্ত যাত্রী তুলেছিল। গতকাল রাতেই মোংলা নদীতে ট্রলার চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়। তা উপেক্ষা করেই ওই ট্রলারটি এপার থেকে ওপার ছেড়ে যায়।ট্রলারের সকল যাত্রী তীরে উঠছে সক্ষম হয়েছেন। কারো নিখোঁজের খবর পাওয়া যায়নি। উপকূলের মোংলা ও পশুর নদে ট্রলার ও ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।’
এদিকে ঘূর্ণিঝড় রিমালের কারণে পায়রা ও মোংলা সমুদ্রবন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত ও চট্টগ্রাম ও কক্সবাজারে ৯ নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছে। এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।