সেকশন

মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
Independent Television
 

ঝিনাইদহ থানায় হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১৬

আপডেট : ১০ জুন ২০২৪, ১২:৪৩ পিএম

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধাওড়া গ্রাম থেকে একটি মামলার এজাহার ভুক্ত আসামির গ্রেপ্তারকে কেন্দ্র করে থানায় হামলার ঘটনায় মামলা হয়েছে। পুলিশের একজন এসআই বাদী হয়ে ১১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা পাঁচশো জনকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত পুলিশ ১৬ জনকে গ্রেপ্তার করেছে বলে নিশ্চিত করেছেন শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সফিকুল ইসলাম চৌধুরী।

জানা যায়, আসামিদের গ্রেপ্তারে পুলিশ ব্যাপক অভিযান চালাচ্ছে। গেল রাতে ধাওড়া গ্রামে পুলিশ অভিযান চালায়। ঘটনার পরপরই এ গ্রামের পুরুষরা বাড়ি ছেড়ে পালিয়েছে। দু্-একজন বয়ষ্ক পুরুষ ও মহিলারা বাড়িতে আছে। ধাওড়া বাজারের দোকানপাঠ আপতত বন্ধ দেখা যায়।

গতকাল রোববার সাড়ে ৩টার দিকে গ্রেপ্তার হওয়া আসামিকে ছাড়াতে ঝিনাইদহের শৈলকুপা থানায় হামলার ঘটনা ঘটে। পুলিশ বলছে, আত্মরক্ষার্থে তারা শটগানের গুলি ও সাউন্ড গ্রেনেড চালিয়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে ৫ পুলিশ সদস্যসহ অন্তত ৩৫ জন আহত আহত হয়েছেন বলে নিশ্চিত করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া এমরান।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, একটি মারামারি মামলায় উপজেলার ধাওড়া গ্রাম থেকে আসামি মুস্তাক সিকদারকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে শৈলকুপা থানা-পুলিশ। এরপর তাঁর এলাকার কয়েক হাজার লোক এসে থানা ঘেরাও করে ইটপাটকেল ছুঁড়তে থাকে। ইটের আঘাতে অন্তত ৫ জন পুলিশ সদস্য আহত হন। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে শটগানের গুলি ও সাউন্ড গ্রেনেড চালিয়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

ভিডিও দেখুন:ওই ঘটনায় আহত ২৪ জনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে ৩ জন পুলিশ সদস্য ও ২১ জন গ্রামবাসী রয়েছেন। প্রাথমিক চিকিৎসার পর তাদের ঝিনাইদহ ও কুষ্টিয়া হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সেখানকার কর্তব্যরত চিকিৎসক।

এ ঘটনার পর শৈলকুপা শহরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার পর দোকানপাট বন্ধ হয়ে যায়। শহর জুড়ে চলছে পুলিশ টহল।

ঘুষ গ্রহণের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন রহমান ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পিপলু বড়ুয়াসহ ছয় পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল সোমবার...
মুন্সিগঞ্জের গজারিয়ায় আবুল কাশেম হত্যা মামলায় ১০ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করা হয়। 
মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় ‘বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের’ চেয়ারম্যান খায়রুল বাশারের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তার...
পটুয়াখালীর কলাপাড়ায় ডাকাতির সময় স্বামীর বাড়িতে বেড়াতে এসে এক আমেরিকা প্রবাসী নববধূ (২৭) দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় কলাপাড়া থানায় ডাকাতি ও ধর্ষণ মামলা হয়েছে। এরই মধ্যে সন্দেহভাজন দুজন আটক...
‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষ্যে আগামী বুধবার রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. শেখ আব্দুর রশীদের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। 
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ব্যাংকগুলোতে মঙ্গলবার প্রতি ডলার সর্বোচ্চ বিক্রি হয়েছে ১২১ টাকা ৫০ পয়সায়। আর সর্বনিম্ন দাম ১২০ টাকা ৮০ পয়সা। যা গতকাল ছিল যথাক্রমে ১২০ টাকা ১০ পয়সা ও সর্বনিম্ন দর...
শুল্ক ইস্যুতে মার্কিন সরকারের সাথে আলোচনা আরও শক্তিশালী হওয়া প্রয়োজন বলে মনে করছেন ব্যবসায়ীরা। এজন্য অর্থনীতির স্বার্থে দলমত নির্বিশেষে সবাইকে এক হওয়ার তাগিদ দিয়েছেন তারা। 
দেশে মোবাইল গেমিং ও ইস্পোর্টস এখন প্রবেশ করছে এক নতুন যুগে। তরুণদের সক্রিয় অংশগ্রহণ, বিশ্ববিদ্যালয়ভিত্তিক প্রতিযোগিতা এবং আন্তর্জাতিক মঞ্চে দেশের উপস্থিতি দিন দিন বাড়ছে। এই প্রেক্ষাপটে, বৈশ্বিক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.