নড়াইলে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আজ বুধবার বিকালে নড়াইল কালিয়া আঞ্চলিক সড়কের ফুলশ্বর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের হাসিবুল হাওলাদারের ছেলে সেন্টু হাওলাদার এবং কালিয়া উপজেলার চালিতাতলা এলাকার মোসারেফ মোল্যার ছেলে সাব্বির।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, বিকাল ৪টার দিকে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা দুটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলে থাকা চালকসহ আরোহীরা রাস্তার ওপর ছিটকে পড়ে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক সেন্টুকে মৃত ঘোষনা করেন।
ওসি সাজেদুল ইসলাম আরও জানান, সেন্টু নগদ মার্কেটিংয়ে চাকরি করতেন। এ ঘটনায় আহত তিনজন সাব্বির, ইমরুল ও নুরুল ইসলামকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্য সাব্বিরের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা যান।