সেকশন

সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২
Independent Television
 

বৈষম্যবিরোধী আন্দোলনের পদবঞ্চিতদের সঙ্গে পদধারী–নাগরিক কমিটির সংঘর্ষ, আহত ৮

আপডেট : ১৭ মার্চ ২০২৫, ০৩:৩৮ পিএম

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পদবঞ্চিতদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পদধারী ও নাগরিক কমিটির নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রোববার রাত পৌনে ৮টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠের এ ঘটনায় উভয় পক্ষের অন্তত আটজন জখম হয়েছেন। আহদের গুরুতর অবস্থায় কুষ্টিয়ার আড়াই শ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আহতরা হলেন– জাতীয় নাগরিক কমিটির অন্যতম নেতা সুলতান মারুফ তালহা, আলী আহসান মুজাহিদ, আসাদুল, ইব্রাহীম, আলভী ও ইমন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসিবুর রহমান, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান।

স্থানীয় সূত্র জানায়, রাত পৌনে ৮টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পদবঞ্চিদের একটি অংশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বর্তমান কমিটির নেতা–কর্মী এবং নাগরিক কমিটির কুষ্টিয়া সদর উপজেলা কমিটিতে ছাত্রলীগ কর্মীদের পদ দেওয়া হয়েছে দাবি করে বিক্ষোভ মিছিল বের করে শহরের ঈদগাহপাড়া থেকে।

মিছিলটি কুষ্টিয়া কাটাইখানা মোড়স্থ সমবায় মার্কেটের সামনে পৌঁছলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতারা তাদের বাধা দেন। এসময় উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে অন্ততপক্ষে আটজন আহত হন। এরমধ্যে রক্তাক্ত জখম ৬ জনকে কুষ্টিয়ার আড়াই শ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালেও আরেক দফা হামলার ঘটনা ঘটে। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পদবঞ্চিদের পক্ষে অবস্থান নেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব সুজন মাহমুদ বলেন, আমাদের লোকজনের ওপর হামলা চালিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির লোকজন। আমাদের বেশ কয়েকজন আহত হয়েছে। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান তাঁর ফেসবুক লাইভে গিয়ে বলেন, কিছু সন্ত্রাসী আমাদের কাটাইখানা মোড়ে লাইব্রেরির সামনে এসে হুমকি ধমকি দেয় এবং পরে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে আমাদের সহযোদ্ধাদের ওপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। পরে তাদেরকে কুষ্টিয়ার আড়াই শ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় তীব্র নিন্দা জানানোর পাশাপাশি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র পারভেজ মোশাররফ বলেন, যারা বর্তমান কমিটিকে বিতর্কিত করতে চাচ্ছে, তারাই এ ঘটনা ঘটিয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব ও নাগরিক কমিটির নেতাসহ তাঁদের অন্তত ৮-৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা গুরুতর।

কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবদুল আলীম বলেন, ‘কলেজ মাঠে একটা ঘটনা ঘটেছে। এরপর হাসপাতালেও সামান্য ঝামেলা হয়। সবখানেই পুলিশ রয়েছে। পরিস্থিতি শান্ত করতে আমরা কাজ করছি।’

এ বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সল মাহমুদ বলেন, সংঘর্ষের খবর শুনে ঘটনাস্থলে গিয়েছি। বেশ কয়েকজন আহত হয়েছে। তাদেরকে কুষ্টিয়ার আড়াই শ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

জুলাই অভ্যুত্থানে শহীদ মাহমুদুল হাসান রিজভীর ছোট ভাই স্কুলছাত্র শাহরিয়ার হাসান রিমনকে (১৬) নোয়াখালীতে কুপিয়ে জখম করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ জসিমের কলেজপড়ুয়া মেয়ে ধর্ষণের শিকার হওয়ার পর আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে গলায় ফাঁস দেয় সে। পরে ঢাকার সোহরাওয়ার্দী...
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে বুধবার থেকেই বিশ্ববিদ্যালয়ের সব হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার মূল অভিযুক্ত মেহরাজকে গাইবান্ধা থেকে আটক করেছে র‍্যাব। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করে র‍্যাব। 
গত কয়েক মাস ধরে রেমিট্যান্স ও রপ্তানিতে বড় প্রবৃদ্ধি এবং আমদানি বিল পরিশোধের চাপ কমাসহ নানা কারণে টাকার বিপরীতে ডলারের দাম কমছে। সামনের দিনে দাম আরও কমতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ভারত নিয়ন্ত্রিত দক্ষিণ কাশ্মীরের পেহেলগামে এক সশস্ত্র হামলায় অন্তত ২৬ জন নিহত এবং ২০ জনের বেশি আহত হন। সেই শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি ভারত। এই পরিস্থিততে সামাজিকমাধ্যমে একটি পোস্ট করে বিতর্কে...
কাশ্মীরেরপেহেলগাম সন্ত্রাসী হামলার পর উসকানিমূলক এবং সাম্প্রদায়িকভাবে সংবেদনশীল বিষয়বস্তু ছড়িয়ে দেওয়ার অভিযোগে ভারতে ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র...
গাজীপুরের পূবাইলের হায়দরাবাদ এলাকায় ঘুমের ওষুধ খাইয়ে একাধিক শিশু-কিশোরকে বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার এক ইমাম কারাগারে মারা গেছেন। গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে গাজীপুর জেলা কারাগারে অসুস্থ...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.